ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কার্লোসের চোখে বর্তমানের নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
কার্লোসের চোখে বর্তমানের নেইমার ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রাজিল অধিনায়ক আর বার্সেলোনার তারকা নেইমার যা করেছেন, তাতে পুরো বিশ্বই অবাক। মৌসুমের শুরু থেকেই অসাধারণ খেলছেন এ ব্রাজিলিয়ান।

লিওনেল মেসির অনুপস্থিতিতে বার্সার হয়ে প্রতি ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে গেছেন তিনি। কাতালান এ তারকার ফুটবল জাদুতে তাকে ‘অসাধারণ কার্যকরী ফুটবলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ব্রাজিলের ‘পাওয়ার শুটার’ রবার্তো কার্লোস।

প্রতিপক্ষের খেলোয়াড়দের ভিড় থেকেও বার্সার সুপারস্টার নেইমার বল নিয়ে নেচে নেচে বেরিয়ে যান। মস্তিষ্ক অন্যরকম বলেই নেইমার ড্রিবলিংয়ে এত দক্ষ জানিয়েছিলেন জাপানের এক নিউরোলজিস্ট। দীর্ঘ দুই মাস পর লিওনেল মেসির কামব্যাক ম্যাচ ‘এল ক্লাসিকো’তে দেখা যায় নেইমার জাদু।

আর সেটি দেখে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল দিল্লি ডাইনামোসের কোচ ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রবার্তো কার্লোস জানান, রিয়ালের বিপক্ষে জয় পাওয়া মানে এই নয় যে, বার্সা বিশ্বের একমাত্র সেরা দল। এ মুহূর্তে দলটিতে বিশ্বসেরা কিছু ফুটবলার যেমন, মেসি-সুয়ারেজ আর ইনিয়েস্তা রয়েছে। তবে, তাদের থেকেও কার্যকরী ফুটবলার হলো নেইমার।

রিয়ালের হয়ে ১৯৯৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ৩৭০ ম্যাচ খেলা কার্লোস আরও যোগ করেন, মেসি এক নম্বর ফুটবলার হতে পারে। রোনালদোও মেসির মতোই সেরা হতে পারে। তবে, নেইমার গত তিন-চার মাসে যেভাবে খেলেছে তাতে আমার মনে হয় সে ‘অসাধারণ কার্যকরী ফুটবলার’ হিসেবে সকলের দৃষ্টি আলাদা করে নিতে সক্ষম হয়েছে।

২৩ বছর বয়সী নেইমার বার্সার হয়ে খেলেছেন ১০৭টি ম্যাচ, যেখানে তার গোলসংখ্যা ৬৮টি। কাতালানদের হয়ে প্রথম মৌসুমে ৪১ ম্যাচে গোল করেছিলেন ১৫টি, দ্বিতীয় মৌসুমে ৫১ ম্যাচে তার গোলসংখ্যা ৩৯টি। আর তৃতীয় মৌসুমের শুরুতেই ১৫ ম্যাচ থেকে গোল আদায় করে নিয়েছেন ১৪টি। লা লিগার ১১ ম্যাচে তার গোল ১২টি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।