ঢাকা: প্যারিস ট্রাজেডিকে স্মরণ করে আবারও মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা নিজেদের পরের দু’ম্যাচে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে নতুন জার্সি পড়ে মাঠে নামবে।
গত ১৩ নভেম্বরের ভয়ঙ্কর সেই হত্যাযজ্ঞের পাশবিকতায় সর্বশেষ ১৩২জন নিহত হওয়ার ঘটনা ঘটে। আর লিগ ওয়ান লিডাররা পরের দু’ম্যাচে বিশেষ ‘জে সুইস প্যারিস’ (আমরা প্যারিসের সঙ্গে আছি) নামের জার্সিতে খেলতে নামবে।
পিএসজি ইতোমধ্যে নির্মম সেই ঘটনার পর নিজেদের প্রথম ম্যাচে প্যারিস ট্রাজেডিকে স্মরণ করে সমবেদনা জানায়। লিগের খেলায় লোরেন্টের বিপক্ষে ম্যাচটিতে ২-১ ব্যবধানে জয় পায় ফ্রান্সের রাজধানীর দলটি।
বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মালমোর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। আর আগামী শনিবার লিগের ম্যাচে ট্রয়েসকে আতিথিয়েতা জানাবে লরা ব্লার শিষ্যরা। প্যারিস হামলার পর ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে এটিই দলটির প্রথম ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এমএমএস