ঢাকা: অনেক জল্পনা কল্পনার পর অবশেষে মাঠে গড়াচ্ছে ফ্রাঞ্চাইজি ফুটবল লিগ বা সুপার লিগ। সাইফ পাওয়ার টেক, সেলিব্রেটি মেনেজমেন্ট, ইউকে সকার লিগ ও বাংলোদেশ ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে টুর্নামেন্টটি মাঠে গড়াবে ২০১৬ এর নভেম্বরে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে কাজী সালাহউদ্দিন বলেন, ‘২০১৬-১৭ ফুটবল মৌসুমের নভেম্বরে ৮টি ফ্রাঞ্চাইজি ও ৩টি প্রতিষ্ঠানের মধ্যস্থতায় প্রথমবারের মতো মাঠে গড়াবে সুপার লিগ। ’
এ প্রসঙ্গে সালাউদ্দিন আরও বলেন, ৫ বছরের জন্য এই টুর্নামেন্টটি বাংলাদেশ ফুটবলের ক্যালেন্ডারের সঙ্গে যুক্ত হবে। ৫ বছরের জন্য এই লিগের খরচ প্রায় ১০০ কোটি টাকা।
‘১০০ কোটি টাকা বহন করা বাংলাদেশ ফুটবলের একার জন্য কঠিন হয়ে দাঁড়াতো যদি না এখানে ফ্রাঞ্চাইজিরা আসতেন’ যোগ করেন সালাহউদ্দিন।
আর এই টুর্নামেন্টকে মাঠে গড়ানোর লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টটি হবে পুরোপুরিই ফ্রাঞ্চাইজিভিত্তিক। যেখানে বাংলাদেশের ৮টি জেলা বা বিভাগ থেকে দল নির্বাচিত হবে এবং প্রতিটি দলেরই নাম নির্ধারিত হবে স্ব-স্ব জেলা বা বিভাগের নাম দিয়ে।
ফ্রাঞ্চাইজি চাইলে ইউরোপিয়ান লিগ থেকে খেলোয়াড় আনতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর