ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সানচেজ-ওজিলের গোলে আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
সানচেজ-ওজিলের গোলে আর্সেনালের জয়

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নেমেছিল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের প্রতিপক্ষ হিসেবে লন্ডনে আতিথ্য নিয়েছিল ডাইনামো জাগরেব।

অ্যালেক্সিজ সানচেজের জোড়া গোল আর মেসুত ওজিলের গোলে ৩-০ গোলের জয় পেয়েছে আর্সেনাল।

ম্যাচের শুরু থেকেই ডাইনামোকে চেপে ধরে স্বাগতিকরা। ম্যাচের ১১ মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগ সৃষ্টি করে আর্সেনাল। তবে, মেসুত ওজিল আর ক্যাম্পবেলের সহায়তায় অলিভার জিরুদ বল পেলেও প্রতিপক্ষের গোলবারের উপর দিয়ে মেরে বসেন। দুই মিনিট পর আবারো আক্রমণ করে স্বাগতিকরা। এবারো মেসুত ওজিল আর ক্যাম্পবেলের দারুণ বোঝাবুঝি, বল পান অ্যালেক্সিজ সানচেজ। তবে, চিলিয়ান তারকা গোল আদায় করে নিতে ব্যর্থ হন।

২৯ মিনিটের মাথায় প্রথম লিড নেয় আর্সেনাল। সানচেজের অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির তারকা ওজিল। সানচেজের উড়ন্ত ক্রসে হেড করে গোল করেন তিনি। ৩৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান সানচেজ নিজেই। ডাইনামোর ডিফেন্ডারদের ভুল পাসে বল পান মনরিয়াল। তার সহায়তা নিয়ে ডাইনামোর জালে বল জড়িয়ে দেন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন সানচেজ।

এরপর আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও ডাইনামোর ডিফেন্ডাররা কড়া পাহারায় রাখে আর্সেনালের স্ট্রাইকারদের। ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক আর্সেনাল।

বিরতির পর শুরুতেই কাজোরলার জোরালো শট প্রতিহত করেন ডাইনামোর গোলরক্ষক। ৬৯ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন সানচেজ। ক্যাম্পবেলের ডিফেন্স চেড়া বাঁ-প্রান্ত থেকে বাড়ানো বলে প্রতিপক্ষের গোলরক্ষককে ধোঁকা দিয়ে ডানপায়ের আলতো শটে ডাইনামোর জালে বল জড়ান সানচেজ।

দুই মিনিট পর ম্যাচে প্রথমবারের মতো আর্সেনাল গোলরক্ষক পিতর চেককে বড় একটি পরীক্ষা দিতে হয়। তবে, তারকা এ গোলরক্ষক এ যাত্রায় শতভাগ সফল। স্বাগতিকদের ডি-বক্সে ডাইনামোর ফুটবলাররা জড়ো হয়ে ছোটো জটলা তৈরি করে। অতিথি তারকা রগের জোরালো শটের বল আর্সেনালের ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়াতে থাকে। শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে তা রুখে দেন পিতর চেক।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে সানচেজের জোড়া গোলের সুবাদে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।