ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জুভিদের মাঠেও সিটিজেনদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
জুভিদের মাঠেও সিটিজেনদের হার ছবি: সংগৃহীত

ঢাকা: জুভেন্টাসের বিপক্ষে গ্রুপ পর্বের দুই ম্যাচেই হারের স্বাদ নিল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে মারিও মান্দজুকিচের একমাত্র গোলে ইতালিয়ান চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়।

ম্যাচ না জিতলেও পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা জুভিদের সঙ্গে সিটিজেনদেরও চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত।

‘ডি’ গ্রুপের অপর ম্যাচে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়াকে ৪-২ গোলে হারায় জার্মানির বুরুশিয়া মনশেনগ্লাডবাখ। নক পর্বের দৌড়ে দ’দলই ছিটকে গেলেও ইউরোপা লিগে খেলার লক্ষ্যটা জিইয়ে রাখল জার্মান ক্লাবটি।

গত সেপ্টেম্বরে ইতিহাদ স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম দেখায় স্বাগতিক ম্যানসিটিকে ২-১ গোলে হারের লজ্জায় ডোবায় জুভিরা। তাই ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচটি সিটিজেনদের জন্য প্রতিশোধ নেওয়ার উপলক্ষ্যই ছিল! কিন্তু শেষ পর্যন্ত ন্যূনতম ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

জুভেন্টাস স্টেডিয়ামে খেলা শুরুর ১৮ মিনিটের মাথায় স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান মান্দজুকিচ। লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রোর ক্রস থেকে চমৎকার ভলিতে বল জালে জড়ান ক্রোয়েশিয়ান স্ট্রাইকার। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভিরা।

দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণের গতি বাড়ায়। স্বাগতিকদের ব্যবধান বাড়ানোর চেষ্টার পাশাপাশি ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ভিজিটররা। কিন্তু, কেউই জালের ঠিকানা খুঁজে পায়নি। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিং টানতে ব্যর্থ হন আগুয়েরো-ডি ব্রুইনরা। তাই ম্যাচ শেষে পগবাদের উচ্ছ্বাসের বিপরীতে সিটিজেনদের হতাশাই সঙ্গী হয়।

পয়েন্ট টেবিলে পাঁচ ম্যাচ শেষে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে জুভেন্টাস। সমান ম্যাচে দুই পয়েন্ট পিছিয়ে ম্যানসিটি। তিন নম্বরে থাকা মনশেনগ্লাডবাখের সংগ্রহ ৫ পয়েন্ট। মাত্র এক জয়ে তিন পয়েন্টে তলানিতে সেভিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেভিয়া-জুভেন্টাস ও মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে সিটিজেনরা।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬,২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।