ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডি মারিয়ায় পিএসজির উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
ডি মারিয়ায় পিএসজির উড়ন্ত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপ সেরার লড়াইয়ে সুইডিশ জায়ান্ট মালমোকে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের পরের স্থানটি দখলে রেখেছে পিএসজি।



মালমোর মাঠে খেলতে গিয়ে সকলের আলাদা দৃষ্টি কাড়েন পিএসজির তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডিশ এ গোল মেশিন নিজের দেশের ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে বেশ নমনীয় থাকলেও ম্যাচ শুরুর সাথে সাথে জ্বলে উঠেন তিনি। একটি গোলও করেছেন ইব্রা। তবে, সে গোলের পর কোনো উদযাপন করেননি তিনি।

আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া এ ম্যাচে জ্বলে উঠেন। দুইটি গোল করেন তিনি। এছাড়া বাকি গোলটি করেন লুকাস।

শুরুর একাদশে পিএসজি কোচ লরা ব্লাঙ্ক কাভানি-ইব্রা-ডি মারিয়াদের নিয়ে আক্রমণ ভাগ সাজান। ফরোয়ার্ডদের সাহায্য করতে আরও নামেন মাতুইদি, থিয়েগো মোত্তা, রেবিয়ট, ম্যাক্সওয়েলরা। স্বাগতিক মালমোর জালে প্রথম বল জড়িয়ে দেন রেবিয়ট।

ম্যাচের তৃতীয় মিনিটেই ভ্যান ডার উইলির অ্যাসিস্ট থেকে গোল করেন রেবিয়ট। ১৪ মিনিটে মাতুইদির অ্যাসিস্ট থেকে নিজের প্রথম আর দলের দ্বিতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ডি মারিয়া। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আতিথ্য নেওয়া পিএসজি।

বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটের মাথায় মাতুইদির সহায়তায় গোল করেন ইব্রা। ৬১ মিনিটে ব্যবধান কমানো সুযোগ পেয়েছিল মালমো। সুইডিশ দলটি পেনাল্টির সুযোগকে কাজে লাগাতে পারেনি। রোজেনবার্গের ব্যর্থ পেনাল্টি শটে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

৬৮ মিনিটে আর্জেন্টাইন তারকা ডি মারিয়া গোল করেন। দলের চতুর্থ আর নিজের দ্বিতীয় গোলটি করতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা সহায়তা পান ম্যাক্সওয়েলের। ৮২ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন লুকাস। বাকি সময়ে আর কোনো গোল আসেনি।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।