ঢাকা: বার্সেলোনার কোচ লুইস এনরিক দলের মূল খেলোয়াড় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়েই তার রণক্ষেত্র সাজাতে ব্যস্ত থাকেন। হাঁটুর চোটের কারণে মর্যাদার 'এল ক্লাসিকো'তে লিওনেল মেসির মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়।
এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে কোনো গোল না পেলেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোমার বিপক্ষে জোড়া গোল করেন মেসি। ম্যাচের ৯০ মিনিট মাঠ দাপিয়ে বেড়ান প্রায় দুই মাস মাঠের বাইরে থেকে ফেরা আর্জেন্টাইন তারকা। লুইস এনরিক দলের এ সেরা তারকা প্রসঙ্গে বলেছেন, ‘মেসি তার ফিটনেস ফিরে পেয়েছে। তার মতো ফুটবলারকে পূর্ণরূপে আবারও দলে দেখতে পাওয়াটা আমাদের জন্য আনন্দের। ’
এনরিক আরও যোগ করেন, আমার বিশ্বাস বিশ্বসেরা ফুটবলার হিসেবে মেসির মানসিকতা সবার থেকে এগিয়ে। সে সঠিক সময়ে ফিরে এসেছে। শতভাগ ফিট হতে আরও কয়েকটি ম্যাচ লাগবে তার। তবে, আমি মনে করি শতভাগ ফিট না হলেও মেসি দারুণ পারফর্ম করে চলেছে। এক মুহূর্তেই সে তার সেরা সময় দেখিয়ে দিতে সক্ষম।
চলতি মৌসুমে মেসি দুই মাস মাঠের বাইরে থাকলেও বার্সার হয়ে ১২ ম্যাচ খেলে গোল করেছেন ৮টি। কাতালানদের সব দল মিলিয়ে তিনি খেলেছেন ৫২৬টি ম্যাচ, যেখানে তার গোলসংখ্যা ৪৩১টি।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৫
এমআর