ঢাকা: গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর পর থেকেই নেইমারের চুক্তি নবায়নের কথা বলে আসছে বার্সেলোনা। তবে এখন পর্যন্ত তা সম্পন্ন হয়নি।
২০১৩ সালে সান্তোস ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সায় পাড়ি জমান নেইমার। ২০১৭-১৮ মৌসুম শেষে এর মেয়াদ শেষ হবে। তবে এখনই ব্রাজিলিয়ান অধিনায়কের সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। মূলত, সামার ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে দলে ভেড়াতে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপক আগ্রহের পর থেকেই নড়েচড়ে বসে বার্সা।
অন্যদিকে, কথিত করফাঁকির মামলায় শেষ পর্যন্ত নেইমার স্পেন ছাড়তে বাধ্য হবেন বলে সম্প্রতি মন্তব্য করেন নেইমারের বাবা। এতেই ২৩ বছর বয়সী ফরোয়ার্ডের ইংলিশ লিগে পাড়ি জমানোর গুঞ্জনে বাড়তি হাওয়া লাগে। তবে চুক্তি নবায়নের প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে এগোচ্ছে বলেও নিশ্চিত করেন নেইমার সিনিয়র।
এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বর্তমান চুক্তির মেয়াদ হতে এখনো কয়েক বছর বাকি। ভবিষ্যতের ব্যাপারটি আমার বাবা ইতোমধ্যেই বলেছেন। আমরা চুক্তি নবায়নের কথা বলছি। কারণ, আমারও একই ইচ্ছা। বার্সার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে ইতিবাচক মনোভাবই থাকবে। ’
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএম