ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নকআউট পর্বে এসি মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
নকআউট পর্বে এসি মিলান ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রোতোনেকে ৩-১ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের নকআউট পর্ব (শেষ ষোলো) নিশ্চিত করল এসি মিলান। তবে দ্বিতীয় সারির দলের বিপক্ষে ঘাম ঝড়াতে হয় ইতালিয়ান জায়ান্টদের।

নির্ধারিত সময় শেষে ১-১ সমতায় থাকা ম্যাচটি অতিরিক্ত সময়ে নিষ্পত্তি হয়।

এক্সট্রা টাইমের প্রথম ১৫ মিনিটের শেষ সময়ে দর্শনীয় ফ্রি-কিকে এসি মিলানকে স্বস্তি এনে দেন ইতালিয়ান মিডফিল্ডার জিয়াকোমো বোনাভেনচুরা। আর ১১৫ মিনিটে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসিয়ে ক্রোতোনের টাইব্রেকারে যাওয়ার স্বপ্নে জল ঢেলে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার এমবায়ে নিয়াং।

এর আগে সান সিরো স্টেডিয়ামে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধ শুরুর দুই মিনিটের মাথায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইজ আদ্রিয়ানো গোলে লিড নেয় মিলান। ৬৮ মিনিটে ভিজিটরদের সমতায় ফেরান ক্রোয়েশিয়ান স্ট্রাইকার আন্তে বুদিমির। নির্ধারিত ৯০ মিনিটে আর কেউই জালের ঠিকানা খুঁজে পাননি। তাতেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

আগামী ১৬ ডিসেম্বর (বুধবার) ইতালিয়ান কাপের শেষ ষোলোর ম্যাচে সাম্পদোরিয়ার মুখোমুখি হবে এসি মিলান।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।