ঢাকা: ধারের চুক্তিতে ইংলিশ লিগে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সাবেক চেলসি তারকা দিদিয়ের দ্রগবা। মেজর লিগ সকারের (এমএলএস) মন্ট্রিয়াল ইম্প্যাক্টের হয়েই সময়টা বেশ উপভোগ করছেন ৩৭ বছর বয়সী এ আইভরিকোস্ট স্ট্রাইকার।
চেলসির হয়ে প্রত্যাবর্তনের মৌসুম (২০১৪-১৫) শেষেই মন্ট্রিয়ালে পাড়ি জমান দ্রগবা। তবে গুঞ্জন ওঠে, আসছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই ধারের চুক্তিতে আবারো তিনি প্রিমিয়ার লিগে ফিরতে পারেন। কিন্তু, শেষ পর্যন্ত দ্রগবা নিজেই এমন গুজবে পানি ঢেলে দিলেন।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দ্রগবা বলেন, ‘ইংলিশ লিগে ফেরাটা হবে সম্মানজনক। তবে এ মুহূর্তে এমন কোনো চিন্তাভাবনা নেই। এখন আমার বিশ্রাম দরকার। পরিবারের পাশে থাকা উচিৎ। আর মন্ট্রিয়ালের হয়ে পরবর্তী মৌসুমে কীভাবে আরো ভালো করা যায় সেদিকেই দৃষ্টি রাখছি। ’
উল্লেখ্য, এমএলএস’র প্লে-অফ ম্যাচে কলম্বাস ক্রিউর বিপক্ষে ৪-৩ গোলে হেরে চলতি মৌসুম থেকে বিদায় নেয় দ্রগবার মন্ট্রিয়াল ইম্প্যাক্ট।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএম