ঢাকা: ২০০৬ ফুটবল বিশ্বকাপে জিনেদিন জিদানের সেই দৃশ্য কারও ভোলার কথা নয়। আসরের ফাইনালে ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতারাজ্জিকে ঢুঁস মেরে ফেলে দিয়েছিলেন মাটিতে।
সেই ঘটনার নয় বছর পেরিয়ে গেলেও যেন বাবাকেই নকল করলেন ছেলে লুকা জিদান। জিনেদিন জিদানের ছেলে খেলার মাঠে ঢুঁস মারলেন প্রতিপক্ষ ফুটবলারকে। রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ম্যাচে এমন কাণ্ড ঘটান লুকা। আর তাকেও লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়।
এদিন খেলার মাঠে দিনটি খারাপ গেছে রিয়ালের। ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকোর কাছে ৪-২ গোলে হারতে হয় দলটিকে। আর অনূর্ধ্ব-১৭ দলে শীর্ষে পৌঁছে যায় নগরপ্রতিদ্বন্দ্বীরা। সেই সঙ্গে দলের এমন হার সাইড লাইনেই বসে দেখতে হয় লুকার।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৫
এমএমএস