ঢাকা: প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে জ্লাতান ইব্রাহিমোভিচের চুক্তি নবায়নের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ২০১৫-১৬ মৌসুম শেষেই ইব্রার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।
জানা যায়, ফর্মহীনতায় ভোগা দিয়েগো কস্তার বিকল্প খুঁজছেন চেলসি কোচ মরিনহো। অন্যদিকে, রাদামেল ফ্যালকাও নিজেকে মেলে ধরতে পারছেন না। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতের নাকি কলম্বিয়ান স্ট্রাইকারের এক বছরের ধারের চুক্তির ইতি টানবে ব্লুজরা। সব মিলিয়ে বলা যায়, শীর্ষ মানের ফর্মে থাকা স্ট্রাইকার সংকটে ভুগছে ইংলিশ লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অবশ্য, সাবেক শিষ্য ইব্রার ব্যাপারে এখনো সরাসরি মুখ খোলেননি মরিনহো। সবই এখন গুজবের ছায়াতলে। ২০০৮-০৯ মৌসুমে ইন্টার মিলানের হয়ে পর্তুগিজ কোচের অধীনে খেলেছিলেন সুইডিশ অধিনায়ক। তবে শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যিতে রুপান্তরিত হলে ইব্রাহিমোভিচের অন্য রকম অভিষেকই হবে! কারণ আর কিছুই নয়, সুইডিশ, ডাচ, ইতালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ লিগে খেললেও এখনো ইংলিশ লিগের স্বাদ নেননি ৩৪ বয়সী স্ট্রাইকার।
এর আগে সাবেক ক্লাব এসি মিলানে ফেরার সম্ভাবনা থাকলেও তা অনেকটাই অনিশ্চিত বলে দাবি করেন ইব্রার এজেন্ট মিনো রাইওলা। তাই ভক্ত-সমর্থকরা সুইডিশ সেনসেশনকে ইংলিশ ফুটবলে দেখার অপেক্ষায় থাকতেই পারেন!
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
আরএম