ঢাকা: ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়ে বিশ্ব ফুটবলে নিজের নাম জানান দেন অখ্যাত ওয়েন্ডেল লিরা। এবার তিনি নতুন আলোচনার জন্ম দিলেন।
গত ৩০ নভেম্বর ব্যালন ডি’অর, বর্ষসেরা গোলের পুসকাস অ্যাওয়ার্ড সহ অন্যান্য ক্যাটাগরির তিনজনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে ফিফা। অনুমিতভাবে দুই বিভাগেই রয়েছেন মেসি। বর্ষসেরা হওয়ার দৌড়ে আর্জেন্টাইন তারকার সঙ্গে সেরা তিনে ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। আর বছরের সেরা গোলের তালিকায় লিরা ও মেসির অপর প্রতিদ্বন্দ্বী রোমার ইতালিয়ান মিডফিল্ডার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি।
লিরার মতে, ইনজুরির কারণে মেসি প্রায় দুই মাস মাঠের বাইরে থাকাতেই নেইমার এখন ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার। ২৪ নভেম্বর রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে দীর্ঘ সময় পর বার্সেলোনার হয়ে মাঠে নামেন মেসি। এর অাগে কাতালানদের মধ্যমনির অনুপস্থিতি যেন টেরই পেতে দেননি দুর্দান্ত ফর্মে থাকা নেইমার। এসব বিবেচনায় সেলেকাও অধিনায়ককে ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিট ভাবছেন লিরা।
গোল ডট কম কে দেওয়া সাক্ষাৎকারে লিরা বলেন, ‘২০১৫ সালটা নেইমারের অসাধারণ কেটেছে। জাতীয় দল ও ক্লাব পর্যায়ে সে দারুণ উজ্জ্বল। আমি মনে করি, নেইমারই জিতবে এবারের ব্যালন ডি’অর। তাছাড়া মেসি অনেকটা সময় ইনজুরির কারণে খেলার বাইরে ছিলেন। আর ক্রিস্টিয়ানো রোনালদো মোটেও নিজের সেরা ফর্মে নেই। ’
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
আরএম