ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

খেলা

‘এমএসএন’ ফুটবল ইতিহাসের সেরা আক্রমণভাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
‘এমএসএন’ ফুটবল ইতিহাসের সেরা আক্রমণভাগ

ঢাকা: লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমার- এমএসএন নামে পরিচিতি পাওয়া বার্সেলোনার এই আক্রমণ ত্রয়ীর বিপক্ষে দাঁতে দাঁত চেপে লড়ছে সেরা দলগুলো। অন্য গ্রহের ফুটবল খেলছে লুইস এনরিকের বার্সা।

তার তিন শিষ্য ‘এমএসএন’ এর কাছে যে এখন পাত্তা পাচ্ছে না কোনো দলই।

এমন একটি আক্রমণভাগকে বার্সা কোচ এনরিক মনে করেন, ‘ফুটবল ইতিহাসের সেরা আক্রমণভাগ’।

গত মৌসুমে কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগার শিরোপা জেতা বার্সাকে ১২২ গোল পাইয়ে দিয়েছিলেন ‘এমএসএন’ ত্রয়ী। এ মৌসুমেও মেসি-নেইমার-সুয়ারজেকে নিয়ে সঠিক পথে এগুচ্ছে কাতালান দলটি।

মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীতে সবই সম্ভব বলে মনে করেন গুরু এনরিক। তিন জনকেই দলের ফুটবল জাদুকর মানেন তিনি। যারা একসাথে মাঠে জ্বলে উঠলে সাফল্য আসবেই কাতালান শিবিরে এমনটি বিশ্বাস বার্সা কোচের।

এনরিক এ প্রসঙ্গে বলেন, মেসি-নেইমার আর সুয়ারেজ শুধু বার্সার সেরা আক্রমণভাগ গড়ে তোলেনি, তারা বিশ্বের সেরা আক্রমণভাগ গড়ে তুলেছে। আমি মনে করি, বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন আক্রমণভাগ আগে দেখা যায়নি। তাদের প্রত্যেকের আলাদা আলাদা সক্ষমতা রয়েছে। তারা গোলের জন্য ভিন্ন ভিন্ন সময়ে জ্বলে উঠতে সক্ষম। এ কারণেই আমার এই তিন শিষ্য প্রচুর গোল আদায় করে নিতে পারছে। সাম্প্রতিক সময়ে ফুটবলের মাঠে এমনটি দেখা যায়নি। কোনো দল এমনটি করে দেখাতে পারেনি।

মেসি-নেইমার-সুয়ারেজ চলতি মৌসুমে লা লিগার ১৩ রাউন্ড শেষে সর্বোচ্চ ৩৩ পয়েন্ট নিয়ে দলকে শীর্ষে তুলে রেখেছে। কোপা দেল রে’র শিরোপার দিকেও নজর তাদের। চ্যাম্পিয়ন্স লিগের আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ৫ ম্যাচ শেষে সর্বোচ্চ ১৩ পয়েন্ট তাদের দখলে। জাপানে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপের আসরে ১৭ ডিসেম্বর সেমিফাইনালের মঞ্চে সরাসরি খেলবে বার্সা। সেখানেও জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন ‘এমএসএন’।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ০৪ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।