মাগুরা: র্যালি, আলোচনা সভা ও প্রীতি ক্রিকেট খেলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় প্রাক্তন খেলোয়াড়দের দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে শহরের নোমানী ময়দানে জাতীয় সংগীত, দলীয় ও অলিম্পিক পতাকা উত্তোলনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, আমিনুর রহমান চান্দু মিয়া ও ডা. কাজী তারিফুজ্জামান প্রমুখ।
পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। ব্যান্ডের তালে বিভিন্ন ধরনের ভেপু বাজিয়ে র্যালিতে কয়েকশ প্রাক্তন খেলোয়াড় অংশগ্রহণ করেন। পরে তারা প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন।
পুনর্মিলনীতে ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা, জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় কাজী নজরুল ইসলাম ফিরোজ প্রমুখ অংশ গ্রহণ করেন। সন্ধ্যায় আয়োজন করা হয়েছে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
পিসি/