ঢাকা: সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ চাইছে ২০১৮ সালের রাশিয়া এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপকে সরিয়ে নিতে। তবে, দুর্নীতির অভিযোগ উঠায় বিশ্ব ফুটবলের জমজমাট মঞ্চকে সরিয়ে দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহাম।
২০২২ সালের কাতার বিশ্বকাপকে সমর্থন জানিয়ে ইংলিশ ফুটবলার বেকহাম জানান, ‘দুর্নীতি হোক বা না হোক, আয়োজক দেশগুলোকে আগেই বাছাই করা হয়েছে। সুতরাং, সেসব দেশের মানুষের বিশ্বমঞ্চের এতো বড় আয়োজন পাওয়া উচিত। ’
তিনি আরও যোগ করেন, ‘ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাতারকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করা ঠিক হবে না। নতুন কোনো দেশ ফুটবল নিয়ে এগিয়ে যেতে চায়। তারা সে লক্ষ্যেই কাজ করে চলেছে। ’
এর আগে সুইস ও ইউএস কর্তৃপক্ষ জানায়, কাতার কিংবা রাশিয়ার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে কোনো প্রমাণ খুঁজে পেলে নতুন করে আয়োজক খুঁজতে হতে পারে ফিফাকে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ০৭ ডিসেম্বর ২০১৫
এমআর