ঢাকা: বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ মনে করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিই এবারের ব্যালন ডি’অর জিতবেন। শুধু জেতার জন্যই এ পুরস্কার হাতে নেবেন না, মেসি বড় ব্যবধানে জিতেই ব্যালন ডি’অর হাতে নেবেন বলে বিশ্বাস আলভেজের।
ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় মেসির সঙ্গে রয়েছেন আলভেজের স্বদেশী নেইমার আর পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালনো। তবে, বার্সার নেইমার আর রিয়ালের রোনালদোকে বড় ব্যবধানে টপকে যাবেন মেসি-এমন ধারণা আলভেজের। জুরিখে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে ১১ জানুয়ারি ব্যালন ডি’অরের পুরস্কার তুলে দেওয়া হবে।
এ প্রসঙ্গে বার্সার ডিফেন্ডার আলভেজ বলেন, আমি আরও একবার মেসির হাতে ব্যালন ডি’অর দেখতে পাচ্ছি। বাকি দুই প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারাবে মেসি। কারণ সে একজন সত্যিকারের বিশ্বসেরা ফুটবলার।
নিজেদের দল প্রসঙ্গে ব্রাজিলিয়ান এ তারকা বলেন, আমরা এ মৌসুমে দারুণ খেলে চলেছি। আরও একবার ফুটবল ইতিহাসে নিজেদের দলকে দেখতে চাই। আর এ মৌসুমে ইতিহাস তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। অসাধারণ কিছু করতে হবে। দলের কোচ লুইস এনরিকও জানিয়েছেন আমরা সঠিক পথেই এগিয়ে চলেছি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৮ ডিসেম্বর ২০১৫
এমআর