ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্বাগতিক হিসেবে খেলতে নামা স্প্যানিশ ফেভারিট রিয়াল মাদ্রিদ উড়িয়ে দিয়েছে সুইডেনের জায়ান্ট ক্লাব মালমোকে। ক্রিস্টিয়ানো রোনালদো বাহিনী আতিথ্য নেওয়া দলটিকে গ্রুপপর্বে ৮-০ গোলে হারিয়ে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট অর্জন করে।
রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হওয়া গ্রুপ ‘এ’র ম্যাচে রিয়ালের হয়ে গোল করেন করিম বেনজেমা, ক্রিস্টিয়ানো রোনালদো আর কোভাচিচ। হ্যাটট্রিক করেন বেনজেমা (৩) আর রোনালদো (৪)। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থাকা রিয়াল বিরতির পর মালমোর জালে আরও চারবার বল জড়ায়।
ম্যাচের ১২ মিনিটের মাথায় লিড নেয় রিয়াল। মালমোর গোলবারের ডানদিক থেকে রোনালদোর বাড়ানো ক্রসে শট নেন ইসকো। তবে, অতিথি ডিফেন্ডার ইউতুনের পায়ে লেগে বল ফিরে আসে ফাঁকায় দাঁড়ানো বেনজেমার কাছে। বাঁ-পায়ের আলতো শটে মালমোর জালে বল জড়াতে দেরি করেননি ফরাসি স্ট্রাইকার। ফলে, ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
২৪ মিনিটে আবারো গোল করেন রিয়ালের ফরাসি তারকা বেনজেমা। প্রথম গোলের উল্টো চিত্র দেখা গেলেও বেনজেমার দ্বিতীয় গোলটির যোগানদাতাও রোনালদো। মালমোর গোলবারের বাঁ-দিক থেকে রোনালদোর বাড়ানো ক্রসে লাফিয়ে হেড করেন বেনজেমা। প্রতিপক্ষের গোলরক্ষকের কোনো সুযোগই আসেনি বলটি প্রতিহত করার। ফলে, ২-০তে লিড নেয় রিয়াল।
২৯ মিনিটে অতিথি মালমোর সুযোগ এসেছিল ব্যবধান কমানোর। লেউইকির জোরালো শটটি অল্পের জন্য লক্ষভ্রষ্ট হয়। তবে, আগের মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। ইসকোর থেকে বল পেয়ে গোলবারের বাইরে শট নেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো।
৩৬ মিনিটে রিয়ালের ছোটো-ছোটো পাস থেকে দারুণ এক দলীয় কম্বিনেশনে গোল আদায়ের সুযোগ আসে। বেনজেমা-ইসকো-রোনালদোর পায়ের জাদুতে ঘুরে আসা বল রোনালদোর পায়েই শেষ ঠিকানা খুঁজে নেয়। পর্তুগিজ তারকা পাওয়ার শট নিলেও তা রুখে দেন মালমোর গোলরক্ষক উইল্যান্ড।
৩৯ মিনিটে দলকে রক্ষা করতে পারেননি উইল্যান্ড। ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পাওয়া রিয়ালের হয়ে শট নিতে আসেন যথারীতি রোনলদো। বাতাসে ভাসিয়ে কোনাকুনি শট নেন সিআর সেভেন। বাঁক খেয়ে বল গিয়ে মালমোর জালে জড়ায় (৩-০)। ডাইভ দিয়েও বলের নাগাল পাননি উইল্যান্ড। দুই মিনিট পর মালমোর ডি-বক্স থেকে রোনালদোর আরেকটি পাওয়ার শট দেখতে পারে সান্তিয়াগো বার্নাব্যুর উপস্থিত দর্শকরা। তবে, সেটি গোলবারের উপর দিয়ে বেরিয়ে যায়।
প্রথমার্ধে ৩-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদ।
বিরতির পর দুই মিনিট না যেতেই ৩-০ লিডকে ৪-০ বানিয়ে ফেলেন রোনালনো। ব্যালন ডি অরের চূড়ান্ত তালিকায় থাকা বিশ্বসেরা এ তারকা নিজের জোড়া গোলও পূর্ণ করেন। ৪৭ মিনিটে কোভাচিচের দুরন্ত শট মালমোর ডিফেন্সে বাধা পেয়ে রোনালদোর কাছে ফিরে আসে। ফিরে আসা বলে শট নিয়ে মালমোর জালে জড়িয়ে দেন সিআর সেভেন।
তিন মিনিট পরেই (খেলার ৫০ মিনিট) হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। রিয়ালের গোলমেশিন নিজের তৃতীয় আর দলের পঞ্চম গোলটি করতে মালমোর ডিফেন্ডার আর গোলরক্ষককে যেন পাড়ার ফুটবলার বানিয়ে ফেললেন। ডিফেন্ডারের পায়ের ফাঁক গলে আর গোলরক্ষক উইল্যান্ডকে ফাঁকি দিয়ে রোনালদো পঞ্চমবার মালমোর জালে বল জড়ান।
৫৮ মিনিটের মাথায় ষষ্ঠ গোলটি পায় লা গ্যালাকটিকোরা। এবারো গোলদাতা রোনালদো। নিজের চতুর্থ গোলের দেখা পান সিআর সেভেন। বেনজেমার ব্যাক পাসে বল নিয়ে মালমোর ডি-বক্সে থাকা রোনালদোর দিকে বাড়িয়ে দেন ইসকো। বাঁ-পায়ের শটে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।
৭০ মিনিটে ব্যবধান ৭-০ করেন রিয়ালের তারকা কোভাচিচ। জেসে রদ্রিগেজের শট মালমোর ডিফেন্সে বাধা পেয়ে চলে আসে ফাঁকায় দাঁড়ানো কোভাচিচের কাছে। ফিরতি বলে শট নিয়ে মালমোর জালে সপ্তমবারের মতো বল জড়িয়ে দেন কোভাচিচ।
৭৪ মিনিটের মাথায় নিজের তৃতীয় আর দলের অষ্টম গোলটি করেন বেনজেমা। মালমোর সীমানায় ফাঁকায় দাঁড়িয়ে বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ডানপায়ের জোরালো শটে প্রতিপক্ষকে অষ্টমবারের মতো লজ্জা দেন ফরাসি তারকা বেনজেমা (৮-০)।
৭৬ মিনিটে নবম গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন কোপা দেল রে’র আলোচিত ফুটবলার ডেনিস চেরিশেভ। তবে, তার দূরপাল্লার শটটি রুখে দেন মালমোর গোলরক্ষক উইল্যান্ড। তিন মিনিট পর গোলের সম্ভাবনা দেখিয়েছিলেন ইনজুরি থেকে ফেরা ব্রাজিল তারকা মার্সেলো। তবে, বল নিজের নিয়ন্ত্রণে রাখতে না পেরে শট নিলে বল বেরিয়ে যায় গোলবারের পাশ দিয়ে।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে স্বাগতিক রিয়াল ৮-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।
বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, ০৯ ডিসেম্বর ২০১৫
এমআর