ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুম বাদে চলতি মৌসুমে সুযোগ পেয়েছিল লুইস ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেড। তবে, সে সুযোগকে কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ ম্যানইউ গ্রুপপর্ব থেকেই ছিটকে পড়লো।
ইউরোপা লিগে নেমে যাওয়ার আগে বাঁচা-মরার লড়াইয়ে ম্যাচে ছিলেন না ম্যানইউয়ের ওয়েইন রুনি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের দিন গ্রুপের অন্য দল পিএসভি হারিয়ে দেয় সিএসকেএ মস্কোকে। ফলে, উলফসবার্গের বিপক্ষে হেরে বসা ম্যানইউর সংগ্রহ দাঁড়ায় ৬ ম্যাচে ৮ পয়েন্ট। পিএসভি জেতায় তাদের পয়েন্ট বেড়ে হয় ১০। তলানীতে থাকা মস্কোর পয়েন্ট ৪। আর ম্যানইউকে হারানো উলফসবার্গের পয়েন্ট বেড়ে দাঁড়ায় সর্বোচ্চ ১২।
ম্যানইউকে কাঁদিয়ে শীর্ষস্থান নিয়ে পরের পর্বে উঠলো উলফসবার্গ। দুই নম্বরে থাকা পিএসভি তাদের সঙ্গী। ইউরোপা লিগে অবনমন হলো ম্যানইউয়ের।
ম্যাচের দশম মিনিটে আতিথি হলে খেলতে নামা ম্যানইউ লিড পায়। দলকে এগিয়ে দেন মার্শিয়াল। তবে, ১৩ মিনিটে নালদোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ২৯ মিনিটের মাথায় ম্যানইউকে লজ্জায় ডুবিয়ে গোল করে উলফসবার্গের ভিয়েরিনহা। ফলে, ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতির পর ম্যাচের ৮২ মিনিটে সমতায় ফেরে ম্যানইউ। গুইলাভোগুইয়ের আত্মঘাতী গোলে ভাগ্যের জোরে ২-২ এ সমতায় ফেরে ইউনাইটেড। তবে, কপাল মন্দ হওয়ায় দুই মিনিট পরেই (৮৪ মিনিটে) সমতা থেকে ছিটকে পড়ে অতিথি ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেড। নালদোর গোলে উলফসবার্গ ব্যবধানকে ৩-২ করে।
এই ব্যবধানেই জয় নিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে উলফসবার্গ। আর ছিটকে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ০৯ ডিসেম্বর ২০১৫
এমআর