ঢাকা: বাতে বরিসভের বিপক্ষে গোলশূন্য ড্র করেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল নিশ্চিত করলো রোমা। গ্রুপ ‘ই’তে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রানার আপ হয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিল ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি।
বুধবার রাতে ঘরের মাঠ স্তেদিও অলিম্পিকোতে বাতেকে আতিথিয়েতা জানায় রোমা। তবে ফলাফল সুখকর না হলেও ২০১০-১১ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের পরের পর্ব নিশ্চিত হলো সিরিআ লিগে খেলা দলটির।
গ্রুপ পর্বে ছয় ম্যাচের সমান ছয় পয়েন্ট পেয়েছে রোমা। অন্যদিকে ছয় পয়েন্ট পেলেও গোল ব্যবধান কম হওয়ায় তৃতীয় অবস্থানে থেকে আসর থেকে বিদায় নিতে হয়েছে বায়ার লেভারকুজেনকে। একই রাতে বার্সার বিপক্ষে ১-১ গোলে ড্র করে লেভারকুজেন।
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৫
এমএমএস