ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেইমারকে শিগগিরই চান বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
নেইমারকে শিগগিরই চান বার্সা কোচ ছবি : সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার আক্রমণভাগের তিন ত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজ একসঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষের রক্ষণভাগ বেসামাল হয়ে উঠে। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে বার্সার হয়ে মাঠে নামা হয়নি নেইমারের।

মাঠে ছিলেন না সুয়ারেজও। ফলে, মেসির গোলে এগিয়ে থাকলেও বায়ার লেভারকুজেনের বিপক্ষে জয় পায়নি কাতালানরা।

গত মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দলের সঙ্গে অনুশীলনের সময় গ্রোইন ইনজুরিতে পড়েন নেইমার।

তবে, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে কাতালানদের হয়ে মাঠে নামতে না পারা নেইমারকে নিয়ে কোনো শঙ্কা তৈরি হয়নি বলে জানান ব্রাজিল অধিনায়কের বাবা। তিনি আরও জানান, জাপানে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে ফিরবেন নেইমার। সেমিফাইনালে বার্সাকে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামতে হবে ১৭ ডিসেম্বর।

এদিকে নেইমার প্রসঙ্গে বার্সা কোচ লুইস এনরিক জানান, যেকোনো ফুটবলার ইনজুরিতে পড়লে সেটি আমাকে হতাশ করে। নেইমারের ইনজুরি আমাকে বাজে সংবাদ দিয়েছে। এখন তার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। বার্সার চিকিৎসকরা রয়েছেন তাকে সারিয়ে তুলতে। আমি তাকে শিগগিরই দলে চাই। আশা করি চিকিৎসকদের তত্ত্বাবধানে নেইমার ক্লাবে দ্রুতই ফিরবে।

চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলা নেইমার ১৪ গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। ব্যালন ডি’অরের চূড়ান্ত তিনজনের তালিকাতেও রয়েছেন নেইমার। ব্রাজিল অধিনায়ক এ মৌসুমে এনরিকের অধীনে ১৮ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১৬ বার।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।