ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া উৎসব-২০১৫’। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার হিরু, প্রবীণ ক্রীড়া সংগঠক ও ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য আলহাজ্ব ফরিদা আক্তার বেগমসহ অন্যান্য কর্মকর্তাগণ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ওয়ালটন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া উৎসবে ঢাকার চারটি জোনের (ময়মনসিংহ, জামালপুর, ফরিদপুর ও ঢাকা) প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেবেন। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অ্যাথলেটিকস, হ্যান্ডবল, ভলিবল ও কাবাডি- এই চারটি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৮ ডিসেম্বর প্রতিযোগিতার প্রথম দিনে অনুষ্ঠিত হবে কাবাডি ও হ্যান্ডবল। আর ১৯ ডিসেম্বর দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে অ্যাথলেটিকস ও ভলিবল।
সংবাদ সম্মেলনে এফ.এম. ইকবাল বিন আনোয়ার বলেন, ‘এর আগেও আমরা ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। তবে সেটা সীমিত পরিসরে। এবারও তাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। বিভাগীয় এ ধরনের টুর্নামেন্ট থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরি করা সম্ভব। পাইপলাইনে ভালো কিছু খেলোয়াড় রাখা সম্ভব। বিভিন্ন সার্ভিসেস টিমে নারী খেলোয়াড়দের সুযোগ বাড়ানো সম্ভব। এই ধরনের টুর্নামেন্টে ভবিষ্যতেও আমরা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব। ’
ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার হিরু বলেন, ‘এর আগেও আমরা ক্রীড়া উৎসবের আয়োজন করেছি। এবার ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এটি অনুষ্ঠিত হবে। এবারের ক্রীড়া উৎসবে ঢাকা বিভাগের চারটি জোনের প্রায় দুই শতাধিক প্রতিদ্বন্দ্বি অংশ নেবে। দুই দিনে চারটি ডিসিপ্লিনে খেলা অনুষ্ঠিত হবে। ডিসিপ্লিনগুলো হল- অ্যাথলেটিকস, ভলিবল, হ্যান্ডবল ও কাবাডি। ’
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৫
এমআর