ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

খেলা

রিয়ালের ‘গোলমেশিন’ রোনালদোর ভাবনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
রিয়ালের ‘গোলমেশিন’ রোনালদোর ভাবনা ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন রিয়াল মাদ্রিদের সেরা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। গত মৌসুমে ব্যক্তিগত পারফর্মে উজ্জ্বল থাকলেও রিয়ালকে কোনো মেজর শিরোপা পাইয়ে দিতে পারেননি পর্তুগিজ দলপতি।



কোপা দেল রে’র আসরে নিষিদ্ধ ফুটবলার খেলানোর দায়ে রিয়ালের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কা থাকলেও রোনালদো নিজের প্রসঙ্গে, ক্লাব, কোচ আর ব্যালন ডি’অর প্রসঙ্গে জানিয়েছেন নিজের ভাবনার কথা।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিআর সেভেন বলেন, ‘আমরা অন্য কোনো গ্রহের ফুটবলার নই। আমিও অন্য কোনো গ্রহের নই। তাই খারাপ সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। কখনো আমরা খারাপ করছি, আবার কখনো আমরা দারুণ করছি। বাজে সময় পার করে স্বাভাবিক সময়ে ফিরছি। ক্লাবও উঠা-নামার মাঝে রয়েছে। কিন্তু, এগুলোকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাতে চাইনা। ’

সবশেষ মালমোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৪ গোল করা রোনালদো আরও যোগ করেন, ‘এখন আমাদের টার্গেট এ মৌসুমের বাকিটা পথ ভালো ভাবে শেষ করা। প্রতিটি ম্যাচেই আমরা ভালো করতে চাই, উন্নতির ধারা বজায় রাখতে চাই। ব্যক্তিগত জায়গা থেকে রিয়ালকে চলতি মৌসুমে আরও এগিয়ে নিতে সাহায্য করতে চাই। মাঠে এবং মাঠের বাইরেও সমান ভাবে রিয়াল এগিয়ে যাচ্ছে। ’

নিজের প্রসঙ্গে রিয়ালের এই গোলমেশিন বলেন, ‘গত মৌসুমে আমার পারফর্ম বেশ ভালো ছিল। এ মৌসুমের শুরুতে নিজের গতি হারালেও সম্প্রতি নিজের সেরাটা আবারো খুঁজে পাচ্ছি। দলের কোচ রাফায়েল বেনিতেজের সঙ্গে যারা আমার অমিল খুঁজে পাচ্ছেন, তাদের জানাচ্ছি-বেনিতেজের সঙ্গে আমার সম্পর্ক বেশ দারুণ। তার অধীনে আমি ভালো কিছুই অনুভব করছি। আমার মরে হয়, তিনি সঠিক পথেই দলকে নিয়ে এগুচ্ছেন, আর আমি চাই এভাবেই এগিয়ে যেতে। ’

ব্যালন ডি অর প্রসঙ্গে রোনালদো বলেন, ‘ব্যক্তিগত ভাবে আমি মনে করি, গত মৌসুম (২০১৪-১৫) আমার জন্য বেশ দারুণ কেটেছে। সম্ভবত আমার ফুটবল ক্যারিয়ারে সেটি ছিল সেরা মৌসুম। যার কারণে মেসি, নেইমারের সঙ্গে এবারের ব্যালন ডি অরে মনোনয়ন পেয়েছি। মেসি-নেইমার গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলেও আমি বেশ ভালো অবস্থানে রয়েছি। বর্ষসেরার পুরস্কার আমার হাতে উঠলে নিজেকে গর্বিত ভাবতে পারবো। ’

স্প্যানিশ লা লিগায় এ মৌসুমে ১৪ ম্যাচ খেলা রোনালদো প্রতিপক্ষের জালে ১০বার বল জড়িয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রয়েছেন ৫ নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের ৬ ম্যাচ খেলে রিয়ালের গোলমেশিন গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকতে এখন পর্যন্ত করেছেন ১১ গোল।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।