ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাগুরায় বসুন্ধরা সিমেন্ট বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট শুরু রোববার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
মাগুরায় বসুন্ধরা সিমেন্ট বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট শুরু রোববার

মাগুরা: ঢাকার আবাহনী-মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলের অংশগ্রহণে রোববার (১৩ ডিসেম্বর) থেকে মাগুরার মহম্মদপুরে শুরু হচ্ছে বসুন্ধরা সিমেন্ট বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০১৫।

মাগুরায় প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা আবাহনী ক্রীড়াচক্র লিমিটেড ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডসহ ১০টি ফুটবল দল অংশ নিচ্ছে।



এদিকে, বড় এই  আসরকে কেন্দ্র করে  ফুটবল জ্বরে কাঁপছে মহম্মদপুর, মাগুরা ও আশপাশের এলাকা।

টুর্নামেন্টের আয়োজক আছাদুজ্জামান ফুটবল একাডেমি ও স্পন্সর বসুন্ধরা সিমেন্ট। মহম্মদপুর সদরের আরএসকে এইচ ইনস্টিটিউশন মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অপারেশন ডাইরেক্টর নাইমুর রহমান দুর্জয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি  থাকবেন শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, সংসদ সদস্য আসলামুল হক ও একরামুল হক চৌধুরী।
 
উদ্বোধন ও প্রথম খেলার পর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ফকির আলমগীর, মিলা ও ক্লোজআপ-১ শিল্পী পলাশ সংগীত পরিবেশন করবেন।
 
মহম্মদপুর আছাদুজ্জামান ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের ল অফিসার এবং জাতীয় দলের সাবেক ফুটবলার অ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক বাংলানিউজকে জানান, নিভৃত পল্লীতে এই প্রথম ঢাকা আবাহনী ও মোহামেডানের মতো ক্লাবসহ ১০টি  দল অংশ নেবে। এটা দেশের ফুটবল ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।