ঢাকা: প্যারিসে সন্ত্রাসী হামলার পর ইউরো ২০১৬-এর মূল আসর ফ্রান্সে অনুষ্ঠিত হওয়া নিয়ে এক ধরনের অনিশ্চিয়তা দেখা দিয়েছিল। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইউরো আয়োজক কমিটি ফ্রান্সের মাটিতেই আয়োজন করতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ- ২০১৬।
ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নদের নিয়ে আগামী বছর ফ্রান্স অনুষ্ঠিত হতে যাওয়া 'ইউরো চ্যাম্পিয়নশিপ-২০১৬' এর চূড়ান্ত ড্র জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রকাশ করা হয়।
এবারের আসরে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। স্বাগতিক ফ্রান্সের গ্রুপে পড়েছে সুইজারল্যান্ড। একই গ্রুপে রয়েছে রাশিয়া, ইংল্যান্ড আর ওয়েলস। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষে হিসেবে গ্রুপ পর্বে খেলবে ইউক্রেন। এদিকে, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে মোকাবেলা করতে হবে আইসল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরির বিপক্ষে।
স্পেনকে লড়তে হবে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে। বেলজিয়াম, ইতালি, সুইডেনের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল আয়ারল্যান্ড।
ফ্রান্সে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে মোট ২৪টি দল খেলবে। স্বাগতিক দেশ হিসেবে ফ্রান্স বাছাইপর্ব ছাড়াই টুর্নামেন্টে খেলবে। ইউরোপের ৫৩টি দলকে বাছাই পর্বের কঠিন লড়াই পার হয়ে বাকি ২৩ দলে নাম লেখাতে হয়। প্রথমবারের মতো ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসরটি। ২০১২ সালে পোল্যান্ড-ইউক্রেন যৌথভাবে আয়োজন করে ১৬ দলের ইউরো চ্যাম্পিয়নশিপ।
১০ জুলাই স্তাদে দি ফ্রান্সে অনুষ্ঠিতব্য ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
কে কোন গ্রুপে দেখে নেওয়া যাক:
গ্রুপ ‘এ’: ফ্রান্স, রোমানিয়া, আলবেনিয়া, সুইজারল্যান্ড
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, রাশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া
গ্রুপ ‘সি’: জার্মানি, ইউক্রেন, পোল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড
গ্রুপ ‘ডি’: স্পেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক, ক্রোয়েশিয়া
গ্রুপ ‘ই’: বেলজিয়াম, ইতালি, আয়ারল্যান্ড, সুইডেন
গ্রুপ ‘এফ’: পর্তুগাল, আইসল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি।
বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, ১৩ ডিসেম্বর ২০১৫
এমআর