ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

খেলা

জিতে শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
জিতে শীর্ষে আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: বার্মিংহামের ভিলা পার্কে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। অ্যাস্টনভিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

অলিভার জিরুদ আর অ্যারন রামসের গোলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও দখল করে নিল গানাররা।

ম্যাচের অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন অলিভার জিরুদ। পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে দলকে লিড পাইয়ে দেন জিরুদ। প্রথমার্ধের ৩৮ মিনিটের মাথায় আবারো গোল পায় গানাররা। মেসুত ওজিলের অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন অ্যারন রামসে।

বিরতিতে যাওয়ার আগে ২-০তে এগিয়ে থাকে আর্সেনাল। তবে, বিরতির পর আর কোনো গোলের দেখা পায়নি আর্সেনাল-অ্যাস্টনভিয়া।

১৬ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে এক পয়েন্ট কম পাওয়া ম্যানুয়েল পেল্লেগ্রিনির ম্যানচেস্টার সিটি রয়েছে দুই নম্বরে। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে লিচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ১৩ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।