ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

আগামী মৌসুমেই বায়ার্নের কোচ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আগামী মৌসুমেই বায়ার্নের কোচ আনচেলত্তি

ঢাকা: সাবেক রিয়াল মাদ্রিদ কোচ কালো আনচেলত্তি এবার বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। স্প্যানিশ দৈনিক মার্কা’র বরাত দিয়ে জানা যায়, আগামী মৌসুমে পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হবেন আনচেলত্তি।

তবে বায়ার্ন কিংবা আনচেলত্তি এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেননি।

চলতি মৌসুম শেষেই বায়ার্নের সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ শেষ হবে। জানা যায়, চুক্তি নবায়নে সাবেক বার্সা কোচকে প্রতি মৌসুম বাবদ ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়। কিন্তু, সাবেক বার্সা কোচ অ্যালিয়াঞ্জ অ্যারেনা অধ্যায়ের ইতি টানতে দৃঢ়প্রতিজ্ঞ গার্দিওলা!

সূত্রমতে, ইতোমধ্যেই গার্দিওলার বিকল্প বেছে নিয়েছে বায়ার্ন। গত সপ্তাহেই নাকি বাভারিয়ানদের সঙ্গে চুক্তি সাক্ষর করেছেন আনচেলত্তি। অবশ্য ইতালিয়ান কোচের প্রতি বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের আগ্রহের বিষয়টি নতুন কিছু নয়।

গত মে মাসে গার্দিওলার বায়ার্ন ছাড়ার গুঞ্জনের পর থেকেই আনচেলত্তির ওপর দৃষ্টি রাখে বায়ার্ন। সে সময়ে রিয়ালের কোচের দায়িত্ব অব্যাহত রাখাকে প্রাধান্য দিলেও শেষ পর্যন্ত তাকে সরিয়ে রাফা বেনিতেজকে কোচ হিসেবে নিয়োগ দেয় স্প্যানিশ জায়ান্টরা। এরপর থেকেই কোচিং পেশার বাইরে আনচেলত্তি। তবে কি এবার তিনি ইতালিয়ান, ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ লিগের পর বুন্দেসলিগা মিশনে নামছেন?

অন্যদিকে, বায়ার্ন ছেড়ে গার্দিওলার ম্যানচেস্টার সিটির কোচ হওয়ার জোড়ালো গুঞ্জন উঠছে। যদিও এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।