ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে শনিবার রাতে মাঠে নামছে হোসে মরিনহো বিহীন চেলসি। এছাড়া অপর খেলায় লড়াইয়ে নামবে শীর্ষে থাকা এবারের চমক জাগানিয়া দল লিচেস্টারসিটি, ম্যানচেস্টার ইউনাইটেড।
রাত নয়টায় শুরু হওয়া ম্যাচে ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট পাওয়া টেবিলের ১৬তম অবস্থানে থাকা ব্লুজ খ্যাত চেলসি নিজেদের মাঠে আতিথ্য দেবে সান্দারল্যান্ডকে। ১৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম অবস্থানে রয়েছে সান্দারল্যান্ড। লিভারপুলের গুডিসন পার্কে রাত নয়টায় অপর ম্যাচে লিচেস্টারসিটি মুখোমুখি হবে এভারটনের। ১৬ ম্যাচে সর্বোচ্চ ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিচেস্টারসিটি।
একই সময়ে নরওয়েচসিটির বিপক্ষে মাঠে নামবে লুই ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ম্যানইউ পয়েন্ট টেবিলের চার নম্বরে।
এদিকে, স্প্যানিশ লা লিগায় মাঠে নামবে ভ্যালেন্সিয়া, এসপানিওলের মতো দলগুলো। ভ্যালেন্সিয়ার ম্যাচটি বাংলাদেশ সময় রাত নয়টায় আর এসপানিওল খেলবে সোয়া এগারোটায়। ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম অবস্থানে থাকা গেটাফের বিপক্ষে ভ্যালেন্সিয়া নামবে ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে। টেবিলের অষ্টম অবস্থানে রয়েছে দলটি। ১৯তম অবস্থানে থাকা লাস পালমাসের বিপক্ষে এসপানিওল রয়েছে ১২তম অবস্থানে। তাদের সংগ্রহ ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট।
জার্মান বুন্দেসলিগায় ফেভারিট পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখও লড়বে হ্যানোভারের বিপক্ষে। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ড খেলবে ক্লোনের বিপক্ষে। বায়ার্নের ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে। বরুশিয়া ডর্টমুন্ডও একই সময়ে মাঠে নামবে। বায়ার্ন চলতি আসরে সর্বোচ্চ ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। বায়ার্নের সমান ১৬ ম্যাচ খেলা বরুশিয়া ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে।
ফরাসি জায়ান্ট পিএসজি লিগ ওয়ানের ম্যাচে সায়েনের বিপক্ষে খেলবে রাত নয়টায়। লিগ পর্বের এ ম্যাচের আগে শীর্ষে রয়েছে পিএসজি। এডিনসন কাভানি, ডেভিড লুইজ, জ্লাতান ইব্রাহিমোভিচ, ডি মারিয়া, থিয়াগো সিলভাদের পিএসজি চলতি আসরে ১৮ ম্যাচ খেলে সংগ্রহ করেছে সর্বোচ্চ ৪৮ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৫
এমআর