ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নিয়ম রক্ষার ম্যাচে মামুনুলদের মুখোমুখি ভুটান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
নিয়ম রক্ষার ম্যাচে মামুনুলদের মুখোমুখি ভুটান ছবি: সংগৃহীত

ঢাকা: সাফ ফুটবলের এবারের আসরে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হেরে ইতোমধ্যেই নিজেদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে হলে গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে মামুনুলদের ন্যূনতম দুই ম্যাচে জয় দরকার ছিল, কিন্ত টানা দুই ম্যাচে হেরে তা আর সম্ভব হয়নি।



এবার তাঁদের জন্য বাকি আছে নিয়ম রক্ষার শেষ ম্যাচ। সেই নিয়ম রক্ষার ম্যাচেই  সোমবার (২৮ ডিসেম্বর) ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এ ম্যাচ সামনে রেখে অনুশীলনের পাশাপাশি জিম ও সুইমিংয়ে সময় কাটান মামুনুলরা।
 
সাফের এবারের আসরের শুরুটা মোটেও ভাল হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচেই আফগানদের বিপক্ষে ৪-০ গোলে উড়ে গেছে লাল-সবুজের দল। শেষ রক্ষা হয়নি মালদ্বীপের বিপক্ষে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচেও। দলটির বিপক্ষে ৩-১ গোলে হেরে ছিটকে গেছে শেষ চারে ওঠার লড়াই থেকে। এবার মামুনুলদের সামনে প্রতিপক্ষ ভুটান। প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জয় নিয়ে সাফের এবারের আসরে সান্ত্বনার জয় পাওয়ার আপ্রাণ চেষ্টা করবে টিম বাংলাদেশ।
 
ভুটানের বিপক্ষে মামুনুলদের জয় পেতে ‍অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে, বিগত দিনগুলোর পরিসংখ্যাণ। এ পর্যন্ত তাদের ৪টি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে বাংলাদেশ আর বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। তাই প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের চেয়ে কিছুটা হলেও পিছিয়ে থাকছে ভুটান।
 
অন্যদিকে, ভুটানও সাফের এবারের আসরে একেবারেই ভাল করতে পারেনি। প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ৩-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে আফিগানিস্তানের বিপক্ষে ৩-০ গোলে হেরে ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকে। তাই নিয়ম রক্ষার এই শেষ ম্যাচে তারাও চাইবে বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে সাফের এবারের আসেরে অন্তত একটি জয় নিজেদের থলিতে পুরতে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।