ঢাকা: সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০১৫ সালকে বিদায় দিল লিভারপুল। তার ওপর এটি ছিল ইংলিশ লিগের এ বছরের শেষ ম্যাচ।
স্টেডিয়াম অব লাইট এ বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে স্বাগতিকদের চেয়ে এগিয়ে থাকে লিভারপুল। তবে কাউন্টার অ্যাটাকে ভিজিটরদের রক্ষণভাগও ব্যস্ত রাখে সান্ডারল্যান্ড। অবশ্য, প্রথমার্ধে দু’দলের কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি।
দ্বিতীয়ার্ধ শুরুর প্রথম মিনিটেই অল রেডসদের অপেক্ষার অবসান ঘটে। মিডফিল্ডার অ্যাডাম লাল্লানার পাসে সান্ডারল্যান্ডের জালে বল জড়ান বেলজিয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনতেকে। নির্ধারিত সময়ের আগে সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। কুতিনহো-হেন্ডারসন-রবার্তো ফিরমিনোরাও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন। তাই ম্যাচ শেষে ন্যুনতম ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আঠারবারের লিগ চ্যাম্পিয়নরা।
প্রসঙ্গত, বছর শেষ করার পর ইংলিশ লিগের নতুন বছরও শুরু হবে লিভারপুল ম্যাচ দিয়ে। আগামী শনিবার (২ জানুয়ারি) স্বাগতিক ওয়েস্টহাম ইউনাইটেডের মুখোমুখি হবে ইয়োর্গেন ক্লপের শিষ্যরা। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় ম্যাচটি শুরু হবে। একই দিনে ভিন্ন ম্যাচে আর্সেনাল, ম্যানইউ, ম্যানসিটির মতো জায়ান্ট ক্লাবগুলোও মাঠে নামবে।
পয়েন্ট সাত নম্বরে থাকা লিভাপুলের সংগ্রহ ১৯ ম্যাচে (৮ জয়, ৬ ড্র, ৫ হার) ৩০ পয়েন্ট। সমান ম্যাচে মাত্র ১২ পয়েন্টে ১৯ নম্বরে সান্ডারল্যান্ড। আর শীর্ষে থেকে নতুন বছর শুরু করবে আর্সেনাল (৩৯)। সমান পয়েন্টে গোলে ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে এ মৌসুমের চমক লিচেস্টার সিটি আর ৩৬ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরএম