ঢাকা: ইউরোপিয়ান লিগে অর্ধেক মৌসুম কেটে গেছে। শেষ হতে যাওয়া বছরটিতে ফুটবল বিশ্ব দেখেছে ইউরোপের ক্লাবগুলোর উত্থান-পতন।
ইউরোপিয়ান লিগে মূলত জমজমাট আসর বলতে বুঝায় প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড), লা লিগা (স্পেন), বুন্দেসলিগা (জার্মান) ও সিরি আ’কে (ইতালি)। আর লিগগুলোর ২০১৫ সালে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এসব লিগে খেলা ক্লাবগুলোর ফুটবলারদেরই প্রাধান্য।
লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ নানা সমস্যায় জর্জরিত থাকলে নিজের আলোয় রং ছড়িয়েছেন দলের স্ট্রাইকার রোনালদো। ৩৭টি গোল করে এখন পর্যন্ত রয়েছেন শীর্ষ গোলদাতার তালিকায় সবার ওপরে। ৩৪টি গোল করে ঠিক পরের অবস্থানেই রয়েছেন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার প্রাণ ভোমরা মেসি। যদিও ইনজুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে।
মেসির সঙ্গে প্রায় সমান তালে লড়েছেন তারই ক্লাব সতীর্থ সুয়ারেজ। দিন দিন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া উরুগুইয়ান এ স্ট্রাইকার ৩০টি গোল করে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন।
সেরা দশে থাকা অন্য তারকারা হলেন, বুরুশিয়া ডর্টমুন্ডের পিয়েরে-এমিরিক আয়ুবামেয়াং (২৯), নাপোলির গঞ্জালো হিগুইন (২৭), টটেনহামের হ্যারি কেন (২৭), পিএসজি’র জ্লাতান ইব্রাহিমোভিচ (২৬), বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানোডফস্কি (২৫), বার্সার নেইমার (২৫) ও অ্যাতলেটিকো মাদ্রিদের অ্যান্তোনিও গ্রিজম্যান (২৫)।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৫
এমএমএস