ঢাকা: পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ইউএস-বাংলা এয়ারলাইন্স নিউ ইয়ার গলফ টুর্নামেন্টের প্রথম আসর।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর আর্মি গলফ গার্ডেনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় আয়োজনটি।
টুর্নামেন্টে বিজয়ী হন মেজর (অব.) মো. আব্দুর রব। ভ্যাটারান ক্যাটাগরিতে বিজয়ী হন বিগ্রেডিয়ার জেনারেল এম মোশাররফ হোসাইন (অব.), সিনিয়র ক্যাটাগরিতে বিজয়ী কর্নেল (অব.) নাজমুল ইসলাম, নারী ক্যাটাগরিতে লুনা সরকার ও জুনিয়র ক্যাটাগরিতে সেরা হন মোসায়েদ হক তাহা। এছাড়া সেরা গ্রস বিজয়ী হন শামস জাহেদি।
প্রধান অতিথি হিসেবে গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল কেএম সালজার হোসাইন, কর্নেল মোহাম্মদ হাসান ইমাম ফরাজী, লে. কর্নেল মো. কামরুল হাসান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন বলেন, এবারই প্রথম গলফের সঙ্গে যুক্ত হলাম আমরা। ভবিষ্যতে আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে স্পন্সর করতে চাই। ২০১৪ সালে শুরু হয় আমাদের কার্যক্রম। গত বছর ক্রিকেট ও ফুটবলের সঙ্গেও কিছু কাজ করেছি। আমরা চাই ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখতে।
বিজয়ীদের ট্রফি দেওয়াসহ ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে ক্যাটাগরি অনুযায়ী ঢাকা-নিউ ইয়র্ক-ঢাকা, ঢাকা-সুইজারল্যান্ড-ঢাকা, ঢাকা-বালি-ঢাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকার এয়ার টিকিট দেওয়া হয়।
এছাড়া অভ্যন্তরীণ রুটে যে কোনো গন্তব্যে যাওয়া এবং দুই রাত তিনদিনের প্যাকেজ পুরস্কার দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসকে/আইএ