ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

আস্ট্রেলিয়ায় ৪০ ওভারের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

মেলবোর্ন: টি-টোয়েন্টি ম্যাচের চাপে একদিনের ক্রিকেট জনপ্রিয়তা হারাতে বসেছে। সেজন্যই একদিনের ক্রিকেটেও পরিবর্তনের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এরই মধ্যে ৪০ ওভারের ম্যাচ পরীক্ষমূলকভাবে শুরু করেছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার টাসমানিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার দুটি কাবের মধ্যে খেলাও হয়েছে।

শুক্রবার এই বিষয়ে বোর্ডের সভায় এই খেলায় আলোচনা হবে। এই গ্রীষ্মেই ঘরোয়া লিগে পরীক্ষামুলকভাবে ৪০ ওভারের ম্যাচ চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

টাসমানিয়ার ভারপ্রাপ্ত অধিানয়ক হাভিয়ের ডোহারটি জানান এই খেলার মধ্য দিয়ে আধিপত্য কমবে অল-রাউন্ড খেলোয়াড়দের। বিষয়টি তিনি এভাবেই উপস্থাপন করলেন সাংবাদিকদের কাছে,“এই খেলায় ১২ জন খেলোয়াড়ও খেলতে পারবে। শুধু তাই নয়, এ ধরনের খেলায় কিছুটা হলেও গুরুত্ব কমবে অল-রাউন্ডদের। ১১ জন খেলোয়াড়ই সমান গুরুত্বপূর্ণ। তাই অল-রাউন্ডদের ওপর বেশি নির্ভর না করলেও চলবে। ”

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘন্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।