ঢাকা: উৎসবমুখর পরিবেশে পর্দা উঠলো ‘বসুন্ধরা গ্রুপ স্পোর্টস কার্নিভাল’র। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এ কার্নিভালের উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় মাসব্যাপী এই কার্নিভালের উদ্বোধন করা হয়।
প্রথমে সাফওয়ান সোবহান ব্যাডমিন্টন খেলে কার্নিভালের একটি খেলা শুরু করে দেন। পরে তিনি ও ইয়াশা সোবহান একটি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ উপভোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, “বসুন্ধরা গ্রুপ খেলাধুলাকে গুরুত্বের সঙ্গে দেখে। খেলাধুলায় দেশের আর কোনো শিল্প প্রতিষ্ঠানের এতো অর্থ ব্যয় করার নজির নেই। আগামী দু’এক বছরের মধ্যে বসুন্ধরা স্পোর্টস কার্নিভাল আয়োজনটি রাষ্ট্রীয়ভাবে বিবেচিত হবে। ”
অনুষ্ঠানে কার্নিভালের সার্বিক আয়োজন নিয়ে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক ইস্টওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ইমরুল হাসান।
পঞ্চমবারের মতো এই কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি জানান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহানের একান্ত ইচ্ছায় এবারই প্রথম কার্নিভালে মেয়েদের বিভিন্ন ইভেন্টের আয়োজন থাকছে।
এবারের আয়োজনে প্রাইজমানি থাকছে ৫০ লাখ টাকার। টুর্নামেন্টের পাঁচটি ইভেন্টে ৩৬৫ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
ব্যাডমিন্টন খেলার মাধ্যমে কার্নিভাল শুরু হলেও আগামী শনিবার (১০ ডিসেম্বর) থেকে ফুটবল, টেবিল টেনিস ও দাবা প্রতিযোগিতা শুরু হবে।
কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের তথ্য ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এছাড়া বসুন্ধরা গ্রুপ ও ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৪ সালের কার্নিভালের বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানারআপদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এসএ/এইচএ/