ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দিনাজপুরে দুই দিনব্যাপী বাস্কেট বল প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
দিনাজপুরে দুই দিনব্যাপী বাস্কেট বল প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ এর আয়োজনে দু’দিনব্যাপী বাস্কেট বল খেলা শুরু হয়েছে।

দিনাজপুর: দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ এর আয়োজনে দু’দিনব্যাপী বাস্কেট বল খেলা শুরু হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে উক্ত খেলা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রাদার নির্মল ফ্রান্সিস গমেজ সিএসসি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাস্কেট বল খেলাটি এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। খেলাটি পুনত্থাপন এবং সবার মাঝে জাগ্রত করার লক্ষ্যে এ আয়োজন ভূমিকা রাখবে। ’

তিনি আরও বলেন, ‘বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের খেলাধুলার মাঝে ব্যস্ত রেখে তাদের ক্রীড়া মনস্ক করে গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। আমাদের নিজস্ব প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানে বাস্কেট গ্রাউন্ড তৈরি করা হয়েছে যাতে প্রতিদিন শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে। ’

দু’দিনব্যাপী এ খেলায় মোট ১০টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ কাজল লিনুস কস্তা সিএসসি, বাস্কেট বল উৎসব আহ্বায়ক ও ক্রীড়া শিক্ষক ব্রাদার সুমন যোসেফ, অন্যান্য শিক্ষকদের মধ্যে ছিলেন মাওলানা আবেদ আলী, ব্রাদার প্লাস্টিট পিটার রিবেরু সিএসসি, সিস্টার সন্ধ্যা সিআইসি, সিস্টার পারুল সিআইসিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।