ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মালদ্বীপকে হারিয়ে কিরগিজস্তানের প্রতিশোধ 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
মালদ্বীপকে হারিয়ে কিরগিজস্তানের প্রতিশোধ  জয়ের পর কিরগিজস্তানের উল্লাস-ছবি:সংগৃহীত

বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল টুর্নামেন্টের তৃতীয় দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছে কিরগিজস্তান। মালদ্বীপ দেড় বছর আগে এই টুর্নামেন্টেই কিরগিজস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল।

ঢাকা: বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল টুর্নামেন্টের তৃতীয় দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছে কিরগিজস্তান। মালদ্বীপ দেড় বছর আগে এই টুর্নামেন্টেই কিরগিজস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল।

এবারের আসরে একই ব্যবধানে মালদ্বীপকে হারিয়ে প্রতিশোধ নেয় কিরগিজস্তান। আগের ম্যাচে নেপালের বিপক্ষে হেরে যাওয়ায় আজ টানা দ্বিতীয় হারের স্বাদ পেল মালদ্বীপ। ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে কিরগিজস্তান। আগামীকাল (২৫ ডিসেম্বর) কিরগিজস্তান খেলবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে।

মিরপুরের সোহওরায়ার্দী ইনডোর স্টেডিয়ামে কিরগিজস্তান ২৭ আর মালদ্বীপ ২৫ পয়েন্টে প্রথম সেট শেষ হয়। দ্বিতীয় সেটে কিরগিজস্তান জিতে নেয় ২৫-২২ পয়েন্টে। তৃতীয় সেটে ২৫-১৮ পয়েন্ট জিতে ৩-০ ব্যবধানে জয়ী হয় কিরগিজস্তান।  

টানা দ্বিতীয়বার ম্যাচ সেরা হন কিরগিজস্তানের খেলোয়াড় ক্যানিবাক।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।