ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাদারীপুরে আইজিপি কাপ অনুর্ধ্ব-২১ কাবাডি প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
মাদারীপুরে আইজিপি কাপ অনুর্ধ্ব-২১ কাবাডি প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: মাদারীপুরে আইজিপি কাপ অনুর্ধ্ব-২১ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে আচমত আলী স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মাদারীপুর পৌরসভাকে ৩৮-৩৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সদর মডেল থানা।



মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উত্তম কুমার পাঠক, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী প্রমুখ। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমমাদারীপুর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি খেলায় উপস্থিত অতিথিরা খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।