ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

খুদে শিক্ষার্থীদের নিয়ে কিডস রাগবি লিগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
খুদে শিক্ষার্থীদের নিয়ে কিডস রাগবি লিগ

ঢাকা: স্কুলগামী খুদে শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনের আসক্তি থেকে বেরিয়ে খেলাধুলায় আগ্রহী হয়, সেই লক্ষ্যে দ্বিতীয়বারের মতো কিডস রাগবি লিগের আয়োজন করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।

দুই দিনব্যাপী (২৩ ও ২৪ সেপ্টেম্বর) আয়োজিত কিডস রাগবি লিগের (অনুর্ধ্ব ৯) ফাইনাল অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর।  

এসবি ইলেক্ট্রনিক্সের পৃষ্টপোষকতায় আয়োজিত এই লিগের ফাইনালে চ্যাম্পিয়ন হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং রানার্স আপ হয় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

এছাড়া সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং ফ্লেইম বয়েজ ক্লাবের সদস্য আবদুল্লাহ।

সাত থেকে নয় বছর বয়সী স্কুলছাত্রদের নিয়ে আয়োজিত এই লিগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, বিশেষ অতিথি শেখ বোরহান উদ্দিন কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালিদ মাহমুদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও লিগ কমিটির সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম এবং ফেডারেশন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আগামীতে বাচ্চাদের জন্য আরও জাঁকজমকভাবে এ টুর্নামেন্টের আয়োজন করা হবে এমন প্রত্যাশাই করেন উপস্থিত অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।