বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটের মাথায় শাহিনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। তবে, সমতায় ফিরতে সময় নেয়নি নোফেল।
বিরতির পর গোলে জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দু’দলই। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা অমিমাংসিতভাবে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে বসুন্ধরাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় নোফেল।
আগামী ৩০ সেপ্টেম্বর ফাইনালে নোফেল স্পোর্টিং ক্লাব দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল ঢাকা আবাহনী অথবা সাইফ স্পোটিং ক্লাবের মুখোমুখি হবে।
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
আরএআর/এএটি