মঙ্গলবার (০৫ নভেম্বর) গণপ্রাজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টুর্নামেন্টের স্মারক ট্রফি ও বাংলাদেশ নারী দলের জার্সি তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই এর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ও বিজিএমই এর সভাপতি রোবানা হক।
আগামী ৯ নভেম্বর মিরপুরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র নারী সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নেবে আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ ও কিরগিস্তান।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টের উদ্বোধনী দিন শনিবার (৯ নভেম্বর) বিকেল তিনটায় আফগানিস্তান নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
আরএআর/এমআরপি