ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে বঙ্গমাতা এশিয়ান আন্তর্জাতিক ভলিবল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
শুরু হচ্ছে বঙ্গমাতা এশিয়ান আন্তর্জাতিক ভলিবল

আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও নেপালের নারী খেলোয়াড়রা এখন ঢাকায়। স্বাগতিক বাংলাদেশ সহ পাঁচ দেশের অংশগ্রহণে শনিবার (৯ নভেম্বর) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর নামে ‘বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০১৯’।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের(বিওএ)ডাচ-বাংলা অডিটরিয়ামে এক সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল, আন্তর্জাতিক ভলিবলের উর্ধ্বতন কর্মকর্তা ক্লিচ ও টেকনিক্যাল ডিরেক্টর মাসুদ ইয়াজদাহ পানাহ এবং ফেডারেশনের সদস্য মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আশিকুর রহমান মিকু বলেন, ‘২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ নারী ভলিবল খেলোয়াড়দের কার্যক্রম ঠিক মতোই ছিল। কিন্তু এর পরবর্তী সময়ে নানা কারণে নারী ভলিবল নিয়ে কাজ করা হয়নি। তবে ২০১৭ সাল থেকে নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য আমরা সিআইডি পুলিশের কর্মকর্তা সৈয়দা জান্নাত আরাকে চেয়ারম্যান করে একটি শক্তিশালী মহিলা ভলিবল উইং গঠন করেছি। ফলে ফের এগিয়ে যাচ্ছে আমাদের নারী ভলিবল দল। ’

তিনি আরও বলেন, ‘মেয়েদের সিনিয়র দলটা আমরা মোটামুটি গুছিয়ে নিয়েছি। গত তিন মাস ধরে প্রশিক্ষণ চলেছে। যথেষ্ট খেলোয়াড় আমাদের নেই। তাই মেয়েরা মোটামুটি খেলা উপহার দিলেই তা আমাদের জন্য যথেষ্ট। ’

শনিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, এমপি।

খেলার সূচি:
৯ নভেম্বর: সকাল ১০টায় কিরগিজস্তান বনাম মালদ্বীপ, দুপুর ৩টায় উদ্বোধন এবং ৪টায় বাংলাদেশ বনাম আফগানিস্তান।
১০ নভেম্বর: দুপুর ১টায় আফগানিস্তান বনাম নেপাল এবং দুপুর ৩টায় বাংলাদেশ বনাম মালদ্বীপ।
১১ নভেম্বর: দুপুর ১টায় কিরগিজস্তান বনাম নেপাল এবং দুপুর ৩টায় আফগানিস্তান বনাম মালদ্বীপ।
১২ নভেম্বর: দুপুর ১টায় আফগানিস্তান বনাম কিরগিজস্তান এবং দুপুর ৩টায় বাংলাদেশ বনাম নেপাল।
১৩ নভেম্বর: দুপুর ১টায় মালদ্বীপ বনাম নেপাল এবং দুপুর ৩টায় বাংলাদেশ বনাম কিরগিজস্তান।
১৪ নভেম্বর: দুপুর ১টায় তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ এবং দুপুর ৩টায় ফাইনাল ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।