ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের লোগো উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের লোগো উন্মোচন লোগো উন্মোচন করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘ওয়ালটন-খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০’র লোগো উন্মোচন করা হয়েছে।  

এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন।  
বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের এরিয়া ম্যানেজার শাহানুর আলম।  

লোগো উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।  
অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামনু রেজা।  

অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন ক্লাবের সহকারী সম্পাদক (ক্রীড়া ও সমাজ কল্যাণ) আহমদ মুসা রঞ্জু।

লোগে উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল মধুমতি চ্যালেঞ্জার্সের ওনার মোহাম্মদ আলী সনি, রূপসা টাইগার্সের ওনার এস এম নজরুল ইসলাম, ভৈরব রাইডার্সের ওনার এস এম সাহিদ হোসেন এবং শিবসা ওয়ারিয়ার্সের ওনার মো. তরিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী ও এস এম জাহিদ হোসেন, যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সহকারী সম্পাদক বিমল সাহা, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, ক্লাব সদস্য শেখ দিদারুল আলম, আলমগীর হান্নান, কৌশিক দে, বাপ্পী খান, দেবব্রত রায়, এ এইচ এম শামিমুজ্জামান, এস এম নূর হাসান জনি, মোহাম্মদ মিলন, উত্তম মণ্ডল, শেখ শামসুদ্দীন দোহা, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, মো. খায়রুল আলম, শেখ লিয়াকত হোসেন, ক্লাবের ইউজার সদস্য সামছুজ্জামান শাহীন, বাবুল আকতার, আব্দুল্লাহ আল মামুন রুবেল, আল মাহমুদ প্রিন্স, আশরাফুল ইসলাম নূর, মো. জাকারিয়া হোসেন তুষার, মো. রকিবুল ইসলাম মতি, কাজী ফজলে রাব্বী শান্ত, দিলীপ বর্মণ, মো. হেলাল মোল্লাসহ অন্যান্য সাংবাদিকরা।

পরে লটারির মাধ্যমে খেলার সূচি নির্ধারণ করা হয়। টুর্নামেন্টের সব খেলা আগামী ৬ নভেম্বর থেকে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় উদ্বোধনী ম্যাচে রূপসা টাইগার্স মুখোমুখি হবে শিবসা ওয়ারিয়র্সের। দ্বিতীয় ম্যাচে মধুমতি চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে ভৈরব রাইডার্সের।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এমআরএম/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।