বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শনিবার (২৮ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে একটিতে জিতেছে খুলনা আর অপরটিতে হেরেছে খুলনা।
প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মেহেদি হাসানের নৈপূণ্যে দারুণ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানদের নিয়ে গড়া খুলনা। তাই খুলনার বিপক্ষে আবার জয়ের ধারায় ফিরতে চায় মাহমুদউল্লাহ দল।
অন্যদকে নিজের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়েছে চট্টগ্রাম। মুশফিকদের মাত্র ৮৮ রানে অলআউট করে দিয়েছে মিঠুনের দল। তাই খুলনার বিপক্ষেও পারফরম্যান্সের সেই ধারা অব্যাহত রাখতে চায় লিটন-সৌম্যরা।
মিরপুর স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি শুরু হবে।
দিনের দ্বিতীয় ম্যাচে মিস্টার গ্রুপ রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল। দুই ম্যাচের দুটিতেই জিতে দারুণ ফর্মে রয়েছে রাজশাহী। তাই তৃতীয় ম্যাচেও জিতে সেই ধারাটা অব্যাহত রাখতে পদ্মাপাড়ের দলটি। অন্যদিকে এক ম্যাচ খেলে হেরেছে বরিশাল। তাই টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় খোঁজে মাঠে মাঠে নামবে তারা।
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
আরএআর