ঢাকা: বাংলাদেশ পুলিশ ভলিবল খেলায় (পুরুষ বিভাগ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গৌরব ঢাকা রেঞ্জ টিম। এছাড়াও নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দল।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২০’ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত খেলায় পুরুষ বিভাগের ডিএমপি টিমকে ৩-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা রেঞ্জ দল। এর আগে ৫ ডিসেম্বর মেয়েদের চূড়ান্ত খেলায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশ নারী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডিএমপি নারী দল।
খেলায় পুরুষ বিভাগে ঢাকা রেঞ্জের আসাদ এবং নারী বিভাগে ছাবিনা ইয়াসমিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
শুক্রবার (১১ ডিসেম্বর) পুলিশ সদর দফতরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মো. সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি জানান।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি ও পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (টিঅ্যান্ডআইএম) মো. ইকবাল বাহার।
খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় পুরো খেলাটি স্টেডিয়ামে বসে উপভোগ করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম। এছাড়াও পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এসজেএ/এএ