ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

খেলা

নীলফামারীতে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
নীলফামারীতে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ 

নীলফামারী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়েছে নীলফামারীতে।  

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলিনা আকতার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাশেম বক্তব্য দেন উদ্বোধনী অনুষ্ঠানে।  

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাশেম জানান, সদরের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।