রাজশাহী: ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফাইটার রাজশাহী। রানার আপ হয়েছে কুমারপাড়া রাইডার্স।
ফাইনাল খেলা শেষে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার সকালে শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান কুমারপাড়া রাইডার্সের অধিনায়ক জহুরুল ইসলাম অমি। ফাইটার রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৭ রান করেন। দলের উদ্বোধনী ব্যাটসম্যান মিজান ৫৪ বলে ৬১ রান ছাড়াও সুমন ইসলাম ৩৫ ও মাত্র ৭ বলে ২৪ রান করেন ফরহাদ রেজা। কুমারপাড়া রাইডার্সের মোহর শেখ ১৯ রানে ৩ ও সুজন হালদার ৪৭ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে কুমারপাড়া রাইডার্স ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রানেই থেমে যায়।
আরিফুল হক ২৩ রানে ৩ উইকেট ও ফরহাদ রেজা, জাকারিয়া ও দেলোয়ার একটি করে উইকেট লাভ করেন। ৬১ রান করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ফাইটার রাজশাহীর মিজান। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ফাইটার রাজশাহীর আরিফুল হক।
টুর্নামেন্টে জাতীয়দলের খেলোয়াড় ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, সাব্বির হোসেন রুম্মান, সাঞ্জামুল ইসলাম, সাকলাইন সজিব খেলেছেন।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি, প্রাইজমানি ও অন্য পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এসএস/এএ