ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এএইচএফ কাপ: ৫০ লাখ টাকা পেল জাতীয় হকি দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এএইচএফ কাপ: ৫০ লাখ টাকা পেল জাতীয় হকি দল

আসন্ন এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্টের জন্য পঞ্চাশ লাখ টাকা স্পন্সরশিপ পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল।  

রোববার দুপুরে মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে স্পন্সর কোম্পানি 'দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড'এর সঙ্গে বাংলাদেশ হকি ফেডারশনের চুক্তি সাক্ষরিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ হকি ফেডারেশনের নিকট পঞ্চাশ লাখ টাকার চেক হস্তান্তর করে স্পন্সরশিপ কোম্পানি।

চুক্তি সাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব:) মোঃ আবু জাফর চৌধুরী এবং হকি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা।

আগামী ১-৮ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্ট। ইতিমধ্যে এই টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে হকি ফেডারেশন। আজ থেকে খেলোয়াড়রা মওলানা হকি স্টেডিয়ামে রিপোর্ট করবেন।  

আগামীকাল (সোমবার) করোনা টেস্টের পর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মালয়েশিয়ান কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির অধীনে আবাসিক ক্যাম্প শুরু করবে জাতীয় দল।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।