ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

বাংলানিউজের প্রতিবেদনে নিশ্চিত হলো খুশবুর এশিয়ান দাবা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
বাংলানিউজের প্রতিবেদনে নিশ্চিত হলো খুশবুর এশিয়ান দাবা

প্রতিভা এমন একটি ব্যাপার যাকে কখনও দমিয়ে রাখা যায় না। শুধু একে সুযোগ, সহযোগিতা ও পরিচর্যা করতে হয়।

নইলে তা বিনাশ হয়ে যায় অঙ্কুরেই। ওয়ারসিয়া খুশবু হচ্ছে তেমনই এক প্রতিভা। এক প্রতিভাময়ী ক্ষুদে দাবাড়ু। বয়স ১০। অথচ কি দাপট-আত্মবিশ্বাসের সঙ্গে খেলে প্রতিপক্ষ বড় দাবাড়ুদের নাজেহাল করে ছাড়ে! ঢাকার মগবাজারের (নয়াটোলা) এই কন্যাটির বেশ ক’দিন ধরেই মন ভাল ছিলো না। কেননা, বিমান টিকেট এবং নিবন্ধন ফি’র অর্থের অভাবে তার ইন্দোনেশিয়া এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপে যাওয়া হয়ে পড়েছিল অনিশ্চিত।

এই খবর গত ২৯ সেপ্টেম্বর ‘টিকিট এবং নিবন্ধন ফি’র জন্য অনিশ্চিত সোনাজয়ী খুশবুর এশিয়ান দাবা’ শিরোনামে প্রকাশিত হয় বাংলানিউজটোয়েন্টিফোরডটকমে। সংবাদটি করেছিলেন বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট আবীর রহমান। সেখানে তুলে ধরা হয় প্রতিভাবান দাবাড়ুর কথা। তাকে সাহায্য করার জন্য সমাজের বিত্তবান ও ক্রীড়া প্রেমীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন এই ক্ষুদে দাবাড়ু। তিনি বলেছিলেন, ‘কেউ কি আমাকে দুইটি টিকেট দিতে পারেন না!’ তার আবেদনে সাড়া দিয়েছেন স্বনামধন্য স্থপতি এবং ব্যবসায়ী তৌফিক আমিন। বাংলানিউজের প্রতিবেদনের প্রেক্ষিতে খুশবুকে বিমানের টিকিট ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

আজ (০৩ অক্টোবর) বাংলানিউজ কার্যালয়ে খুশবু এবং তার পরিবারের কাছে বিমানের টিকেট তুলে দেন তৌফিক আমিন। তিনি বলেন, ‘দেশের প্রতিভাবান এই দাবাড়ুর পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। তার জন্য কিছু করতে পারা আমার জন্য সৌভাগ্যের বলে আমি মনে করি। ’ তিনি আরও বলেন, ‘আগামীতেও এই প্রতিভাবান দাবাড়ুর জন্য কিছু করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবো। ’

খুশবু আগামীতে দেশের জন্য অনেক বড় সম্মান বয়ে আনবে বলে বিশ্বাস করেন তৌফিক। তিনি বলেন, ‘খুশবু অনেক প্রতিভাবান একজন দাবাড়ু। তার খেলা নিয়মিত চালাতে হবে। আমরা সবসময় পাশে থাকবো। নিয়মিত খেলা চালাতে পারলে সে অবশ্যই দেশকে অনেক বড় সম্মান এনে দিতে পারবেন। ’

বাংলানিউজকে ধন্যবাদ জানিয়ে তৌফিক আমিন সজীব বলেন, ‘এমন নিউজের কারণেই মূলত আমরা খুশবুর বিষয়টি জানতে পেরেছি। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। আশাকরি বাংলানিউজ আগামীতেও এর ধারা বজায় রাখবে। মানুষের পাশে থাকবে। ’

বাংলানিউজে খুশবুকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার পরপরই তাকে বিমান টিকেট দিয়ে সাহায্য করার কথা জানান তৌফিক আমিন। বাংলানিউজের নিউজরুম কো-অর্ডিনেটর শারমীনা ইসালামের কাছে তিনি নিজের আগ্রহ প্রকাশ করেন। এরপর সব বিষয় যাচাই-বাছাই করে আজ বাংলানিউজের কার্যালয়ে খুশবুকে বিমান টিকিট বুঝিয়ে দিতে এসেছিলেন তৌফিক আমিন। বিমান টিকিট নিতে উপস্থিত হয়েছিলেন খুশবু এবং তার পরিবার।

বিমান টিকিট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার। খুশবুর উজ্জ্বল আগামী কামনা করে তিনি বলেন, ‘খুশবু একজন প্রতিভাবান দাবাড়ু। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ’

বাংলানিউজের নিউজরুম কো-অর্ডিনেটর শারমীনা ইসলাম বলেন, ‘আমরা সব সময়ই চেষ্টা করি প্রথাগত নিউজের বাইরেও মানবিক নিউজ করার। মানুষের উপকার করার চেষ্টা আমাদের সবসময়ই থাকে। খুশবুর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।

এশিয়ান দাবায় খেলতে যাওয়া নিশ্চিত হওয়ায় আনন্দিত খুশবু। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই ক্ষুদে দাবাড়ু।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।