ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

অপ্রাপ্তবয়স্কদের ইতিকাফের ব্যাপারে নির্দেশনা কী?

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, মে ২৮, ২০১৮
অপ্রাপ্তবয়স্কদের ইতিকাফের ব্যাপারে নির্দেশনা কী? আপনার জিজ্ঞাসা

ঢাকা: অপার মহিমার মাস রমজান। আত্মশুদ্ধি-আত্মগঠনের এ মাসে মহান আল্লাহ তায়ালার সন্তোষ অর্জনের জন্য ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রমজান মাসকে সঠিকভাবে পালনে করণীয় ও বর্জনীয়সহ নানা বিষয়ে জানার থাকে মুসল্লিদের। এজন্য মাহে রমজানে বাংলানিউজের বিশেষ আয়োজন ‘আপনার জিজ্ঞাসা’। এই আয়োজনের মাধ্যমে ([email protected] ঠিকানায় ইমেইল করে) পাঠক তার রমজান বিষয়ক প্রশ্ন করে জেনে নিতে পারেন উত্তর। পবিত্র কোরআন ও হাদিস শরিফের আলোকে পাঠকের জিজ্ঞাসার উত্তর দেবেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাওলানা সেলিম হোসাইন আজাদী।

মানিক; ধোপবাড়ী, নওয়াখালী
প্রশ্ন: অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ইতিকাফের ব্যপারে চানতে চাই?

উত্তর: বুঝমান নাবালেগের ইতিকাফ সহিহ। তবে প্রাপ্তবয়স্কদের মধ্য থেকেই ইতিকাফে বসা উচিত।

কেননা রমজানের শেষ দশকের ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। রাসুলুল্লাহ (সা.) তা গুরুত্বসহকারে আদায় করতেন। তাই এ ব্যাপারে উদাসীনতা মোটেই ভালো নয়। আর নাবালেগ ছেলেরা ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ এই ইবাদতের মূল্যায়ন করতে ও এর প্রকৃত গুরুত্ব অনুধাবন করতে সক্ষম না হওয়াই স্বাভাবিক।  
(বাদায়েউস সানায়ে ২/২৭৪; আলবাহরুর রায়েক ২/২৯৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২১১; রদ্দুল 
মুহতার ১/৫৭৭)

খালেক; রাজবাড়ী
প্রশ্ন: ইতিকাফের নিয়ত করে তা পূরণ করতে না পারলে করণীয়

উত্তর: কেউ রমজান মাসের শেষ ১০ দিনে ইতিকাফের নিয়ত করে অনিবার্য কারণে পালন করতে না পারলে দোষী হবেন না। ওই ব্যক্তি যেহেতু ইতিকাফের শুধু নিয়ত করেছেন, মানত করেননি; তাই এ কারণে তার ওপর ইতিকাফ করা ওয়াজিব হয়নি। তাই ইতিকাফ না করার কারণে তার ওপর কিছুই ওয়াজিব হয়নি।

(রদ্দুল মুহতার ২/৪৪১; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪২; ফাতাওয়া খানিয়া ১/২২১; হাশিয়াতুত তাহতাবি আলালমারাকি ৩৮২)

জবাব প্রদানে: মাওলানা সেলিম হোসাইন আজাদী
লেখক: বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
চেয়ারম্যান: বাংলাদেশ মুফাসসির সোসাইটি।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ