বড় পর্দার উঠতি অভিনেতা শাহরিয়াজ। দেশীয় চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়ক সালমান শাহ ও রিয়াজের নাম জোড়া লাগিয়ে কি রাখা হয়েছে তার নাম? এ প্রশ্নটা অনেকের মনে জাগতে পারে।
ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার এই তরুণ বিনোদন অঙ্গনে কাজ করছেন বেশিদিন হয়নি। গত বছরের কোরবানির ঈদে মুক্তি পায় তার অভিনীত ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘কি দারুণ দেখতে’। ছবিপাড়ার লোকজনের মুখে জানা যায়, এতে দুর্দান্ত অভিনয় করে দর্শকমনে অল্প সময়েই ঠাঁই করে নিয়েছেন তিনি। ফলশ্রুতিতে এখন তার হাতে পাঁচটি ছবি। এর মধ্যে এমএ রহিমের ‘মার্ডার’ এবং ওয়াজেদ আলী সুমনের ‘আমার মন জুড়ে তুই’ ছবি দুটির কাজ শেষ হয়েছে। আর শাহেদ চৌধুরীর ‘আড়াল’ ছবির দৃশ্যধারণ চলছে। এতে তার সহশিল্পী আঁচল।
খুলনা শহরে বেড়ে ওঠা শাহ রিয়াজের পড়াশোনা আর চিত্রনায়ক হয়ে ওঠার গল্পটা কেমন? তিনি বাংলানিউজকে বলেন, ‘খুলনায় কলেজ জীবন শেষ করে লন্ডনের অক্সফোর্ড থেকে চ্যাটার্ড অ্যাকাউন্ট বিষয়ে পড়াশোনা করেছি। সেখানকার নাট্যাঙ্গনে যুক্ত ছিলাম। ২০১১ সালে ঢাকায় ফেরার পর সৈয়দ আওলাদের প্রতিদিনের ধারাবাহিক ‘মেঘের খেয়া’য় অভিনয় করি। তখন থেকেই অনেকে বড় পর্দায় কাজ করার উৎসাহ দিতেন। আমারও আগ্রহ জন্মালো। ’
পরিচালক ওয়াজেদ আলী সুমনের হাত ধরে চলচ্চিত্রাঙ্গনে এসেছেন শাহ রিয়াজ। গত বছর রাজমনি ঈশা খাঁ হোটেলে পরিচয় হয় তাদের। এর অনেকদিন পর সুমনের কাছ থেকে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পান তিনি। কিন্তুগল্প বা চরিত্র ভালো না লাগার কারণে ব্যাটে-বলে হয়নি। শেষ পর্যন্ত তারা একসঙ্গে কাজ করেন ‘কি দারুণ দেখতে’ ছবিতে। শাহ রিয়াজ বলেন, ‘আমি সুমন ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ। তার অনুপ্রেরণা ও সহযোগিতায় চলচ্চিত্রে কাজ শুরু করেছি। ’
সামনে বিগ বাজেটে মালেক আফসারী পরিচালিত ‘অ্যাংরি ইয়াংম্যান’ আর সাইমন তারিকের ‘রোড নাম্বার ০০৭’ ছবির কাজ করবেন শাহ রিয়াজ।
বাবা লিয়াকত হোসেন খুলনার খাদ্য বিভাগের ডেপুটি কমিশনার (ডিসি) পদে কর্মরত আছেন। মা সুমী ও তিন ভাইবোনসহ বন্ধুবান্ধবদের অনুপ্রেরণায় রূপালি পর্দায় কাজ করে যাচ্ছেন শাহ রিয়াজ।
আবার সেই নামের প্রসঙ্গ। সালমান শাহ যতটা জনপ্রিয় ছিলেন বা রিয়াজ যতটা জনপ্রিয় তাদের মতো কি সফল হতে পারবেন শাহ রিয়াজ? তার উত্তর, ‘চলচ্চিত্রের মন্দা সময়ে শাকিব খান বেরিয়ে এসেছেন। দর্শকদের ভালোবাসা থাকলে সালমান শাহ কিংবা রিয়াজের মতো জনপ্রিয়তা পেতেও পারি। পরিশ্রম করার আন্তরিকতা আমার আছে। সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। ’
বাংলাদেশ সময় : ২০৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪